পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : আ.লীগ প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ, ক্ষমতা চাইলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপির নেতারা বঙ্গবন্ধুকে কটূক্তি করে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করে দলের পদ পাওয়ার জন্য। তিনি বলেন, ইসলাম সাম্প্রদায়িক সৃষ্টি করে না, শিক্ষার নামে মাদ্রাসায় সাম্প্রদায়িকতা বিভেদ সৃষ্টির কোন সুযোগ নাই। মন্ত্রীর কাজ জনগণকে খুশি করা। গেইট করাতে আমি খুশি হই না। গেইট ছিঁড়ে যাবে, ছবি ঘষে যাবে, পাথর মুছে যাবে কিন্তু হৃদয়ের ভালোবাসা কখনও মুছে যাবে না। মন্ত্রী আরও বলেন, পৌর নির্বাচনের ন্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা বিদ্রোহ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি গতকাল শনিবার সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জের বামনী আছিরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ১০০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নোয়াখালী অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ মাহে আলম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আ’লীগ সভাপতি খিজির হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, আ’লীগ কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক ইসকান্দার মির্জা শামীম, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুর আহম্মদ চৌধুরী, আ’লীগ নেতা জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।