Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতে দোষ স্বীকার প্রতারক শাহীনের

অর্থমন্ত্রীর মেয়ের কণ্ঠ চুরি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


 অবশেষে আদালতে নিজের দোষ স্বীকার করলো অবিশ্বাস্য ধূর্ত প্রতারক শাহীন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা তার দীর্ঘ জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার এস আই সুজয় মজুমদার রাতে দৈনিক ইনকিলাবকে বলেন, শাহীন তার সব অপরাধ স্বীকার করে নিয়েছে। একই সাথে সে অর্থমন্ত্রীর মেয়ের কন্ঠস্বর চুরি করে এই পর্যন্ত যেসব অপকর্ম করেছে তার বর্ণনাও দিয়েছে। অনেকের কন্ঠ চুরির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার দায়ও স্বীকার করেছে সে।
রিমান্ডে টানা তিনদিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকেলে সহযোগী মো. হারুনসহ শাহীনকে আদালতে তোলা হয়।
তখন সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। পরে তাদের দুজনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সুজয় বলেন, তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের কণ্ঠ চুরি করে চট্টগ্রামের পুলিশ সুপারের কাছে তদবির করতে এসে গত সোমবার ধরা পড়ে শাহীন। পরে তার প্রতারণার শিকার মীরসরাইয়ের প্রবাসী দিদারুল আলম বাদি হয়ে তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করেন। প্রতারণার অভিযোগে গত বছর কুমিল্লায় পুলিশের হাতে দুইবার গ্রেফতার হয় শাহীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ