Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ ঘণ্টায় নিহত ১১

ছুটির দিনেও সড়ক দুর্ঘটনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ছুটির দিনেরও থেমে নেই সড়ক দুর্ঘটনা। গত ২০ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। নিহতদের মধ্যে রাজধানীতে ২, চট্টগ্রামে ২, টাঙ্গাইলের মির্জাপুরে ২, কক্সবাজারের পেকুয়ায় ১, নাটোরের বড়াইগ্রামে ১, গাইবান্ধার সুন্দগঞ্জে ১, নারায়ণগঞ্জে ১ ও পঞ্চগড়ে ১ জন।

ঢাকা : রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রামপুরায় মোটরসাইকেল আরোহী আব্দুল কাদের (৬০) ও যাত্রাবাড়ীতে পথচারী মোস্তাক আহমেদ (৫৮)। গতকাল শুক্রবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে। রামপুরা থানার এসআই মো. সোহেল বলেন, আব্দুল কাদের সুপ্রিম কোর্টের গাড়িচালক। তার গ্রামের বাড়ি ঢাকার দোহারে তবে তিনি সপরিবারে মেরুল বাড্ডার আনন্দ নগর এলাকায় থাকতেন। তার বাবার নাম মৃত আদম তালুকদার। পরিবারের লোকদের বরাত দিয়ে রবলেন, মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে রামপুরা ব্রিজের কাছে আব্দুল কাদের দুর্ঘটনা শিকার হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ।

এদিকে, যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিক্যাল হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মিনি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় পথচারী মোস্তাক। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাক সচিবালয়ের সহকারী প্লাম্বার হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি চাঁদপুর। তিনি মাতুয়াইলের কোনাপাড়ায় থাকতেন। নিহত দু’জনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

চট্টগ্রাম : নগীরর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চট্টগ্রামের হাটহাজারীর কুয়াইশ বড় পুকুর পাড় এলাকার মো. শরিফের ছেলে সুমন (২২) ও নগরীর ব্যাটারি গলির আবেদ আলীর ছেলে মো. আনিছ (৩৩)।

পুলিশ জানায়, ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন। হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুমন ও আনিছকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা ও টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় এক ইউপি সদস্যসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ভরতপুর গ্রামের আব্দুল কাদের ও তার প্রতিবেশী আব্দুর রাজ্জাক। তারা সর্ম্পকে চাচা ভাতিজা।
পুলিশ জানায়, পাবনা থেকে গাজীপুরের কালিয়াকৈরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসকে বিপরীতমুখী মাটি ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন চারজন। তাদেরকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, নিহতদের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।
কক্সবাজার : কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচাপায় মাহমুদ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহমুদ উপজেলার টইটং ইউনিয়নের বটতলী এলাকার কবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজাখালীর আরবশাহ বাজারে লাকড়ি বিক্রি করতে যান মাহমুদ। লাকড়ি বিক্রি শেষে বাড়ি ফেরার পথে চৌমুহনী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রী জয় কুমার (৩২) নামে এক ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল বিকাল চারটার দিকে উপজেলার কাছুটিয়া খেজুরতলা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের শ্রী বরুণ কুমারের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক ইসরাফিল হোসেন জানান, শুক্রবার বিকালে খেজুরতলা এলাকায় নাটোর থেকে পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পাবনাগামী ট্রাকের হেলপার বরুণ কুমার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় চালকসহ আরো দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক নামে এক পথচারী নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার গাইবান্ধা-ধুবনী আঞ্চলিক সড়কের মাঠেরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানায়, ধুবনীগামী একটি মিনি ট্রাক মাঠেরহাট নামক স্থানে পথচারী ওমর ফারুক (২০) কে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয়। ওমর ফারুক গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। দ্রুত পালিয়ে যাওয়া ট্রাকটি ধুবনী মোড়ে পুলিশ আটক করেছে।

পঞ্চগড় : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী অসিমউদ্দিন (৫৯) এর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অসিমউদ্দিন মোটরসাইকেল যোগে পঞ্চগড় হতে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। বোদা-দেবীগঞ্জ মহাসড়কে আনুমানিক ৮টায় অসিমউদ্দিন কালুরঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টরকে পিছনে ধাক্কাদিলে গুরুতর আহত হন তিনি। পরে পথচারী ও এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অসিমউদ্দিন এর মৃত্যু আগেই হয়েছে বলে জানায়।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ : ঢাকা-কুমিল্লা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নূরে আলম সিদ্দিক ইমন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইমন নারায়ণগঞ্জের তল্লা আজমেরীবাগ এলাকার মুক্তিযোদ্ধা ইলিয়াস শিকদারের ছেলে।

ইমনের বন্ধু সাইফুল ইসলাম আপন জানান, দুপুরে কুমিল্লা থেকে ইমন মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ