Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বার্জার গ্রুপের ১ কোটি ৪৮ লাখ টাকা প্রদান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ৬:০০ পিএম

বার্জার পেইন্টস গ্রুপ তাদের গত অর্থবছরের মুনাফার নির্দিষ্ট অংশ হিসেবে ১ কোটি ৪৮ লাখ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে বার্জার পেইন্টস গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা সাজ্জাদ রহিম চৌধুরী, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান জেনসন এন্ড নিকোলসন বাংলাদেশ লিমিটেড ও এর অ্যাসোসিয়েট বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. এএমএম আনিসুল আউয়াল (পিএইচডি)-এর কাছে ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ১৩৫ টাকার চেক হস্তান্তর করেন। এসময় বার্জার পেইন্টসের কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উপ-পরিচালক খাদিজা বেগম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ