Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহতদের প্রতি আ.লীগের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদদের স্মরণে স্থাপিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত বেদিতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ২১ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মহীউদ্দীন খান আলমগীর, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। পরে ১৪ দলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার নেতৃত্বে নিহতদের স্মরণে ও স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, সহকারী প্রক্টর ও সহযোগী ডা. মোঃ আবু তাহের, অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. বেলাল এইচ সরকার, ড. আশিকুর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা সিফাত সাদেকীন চপলের নেতৃত্বে ফুল দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুন সরকার রানা’র নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে অভিনয় শিল্পীরা। উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি সারাহ বেগম কবরী, সহ-সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা রোজিনা, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অরুনা বিশ্বাস, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, তানভিন সুইটি, মোত্তাছিম বিল্লাহ, পারুল আক্তার লোপা, সোনিয়া পারভীন শাপলা, আওলাদ হোসেন রুহুল, আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন মন্টু, হাবিবুল্লাহ রিপন, অধ্যক্ষ আহসান সিদ্দিকীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ দিকে ২১ আগস্ট শহীদদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানের গুলশানস্থ বাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া আরামবাগ জামে মসজিদে ২১ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ নামে সরকার দলীয় সংগঠন। এ সময় সংগঠনের সভাপতি আহসান উল্লাহ মনি ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাউল করীম চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা ইউনুস আকবর, আবদুল মজিদ ও মো. রেজাউল করীম সাগর প্রমুখ। এর আগে সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্বরণে অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘঅপন করে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি।

চট্টগ্রাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও আদর্শিক উত্তরাধিকার শেখ হাসিনার ওপর হামলা আন্তর্জাতিক সন্ত্রাস। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তারেকসহ খুনিদের ঘৃণা জানানো ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যথাযথ করণীয় নির্ধারণের লক্ষ্যে জাতিসংঘসহ বিশ্ববিবেকের কাছে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আকাশের ঠিকানায় ‘খোলা চিঠি’ উড়ানো কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ একিউএম সিরাজুল ইসলাম, প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের চেষ্টা ও গ্রেনেড হামলায় সকল নিহতদের স্মরণে প্রদীপ জ্বালানো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে প্রধান আলোচক ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

রাজশাহী : রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য, মহানগর সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নের্তৃত্বে এসব কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্ত¡রে ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন মহানগর আওয়ামী লীগ ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ। এ সময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপ-পরিচালক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন প্রমুখ।

সিলেট : গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও হামলায় নিহত এবং আহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা সাধারণ কোনো ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত একটি সন্ত্রাসী কর্মকান্ড। সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঝালকাঠি : ঝালকাঠিতে বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা আওয়ামী লীগ। মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার।

মৌলভীবাজার : মৌলভীবাজারে যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত মহিলার আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিনসহ প্রমুখ।

পটুয়াখালী : ভয়াবহ গ্রেনেড হামলায় দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের নিহত মামুন মৃধার ১৫ তম মৃর্ত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে তার নিজ বাড়ী এক শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা সাজু এমপি।

রাঙামাটি : রাঙামাটিতে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার। সমাবেশে অন্যান্যর মধ্যে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত বীর শহিদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

চবি : গ্রেনেড হামলায় জড়িতদের রায় কার্যকর করার দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে মৌন মিছিল শুরু হয়ে শহীদ মিনার, জয় বাংলা ভাস্কর্য, প্রসাশনিক ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ