পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান, সমন্বয়ক আবু সাইদ ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এবং জয়নুল আবেদিন শিশির বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষকে ভয়ার্ত পরিবেশের মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে গুটিকয়েক মানুষ প্রতিবাদ করে আসছে। তাদের মধ্যে নুরুল হক নুর অন্যতম। তাই ক্ষমাতসীনরা ভিপি নুরুল হক নুরের ওপর বার বার হামলা নির্যাতন, নিপীড়ন করে তাকে থামাতে চায়। এসকল হামলা-মামলার করে নুরদের থামানো যাবেনা। বরং নিপীড়ন যদি এভাবে চালিয়ে যাওয়া হয় তাহলে বাংলার মানুষ বসে থাকবে না।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট (বুধবার) পটুয়াখালীর গলাচিপায় ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হন। এ সময় নুরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে দাবি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।