Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একনেকে সাড়ে ৩ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

প্রকল্পে অনিয়ম দুর্নীতিতে জড়িতদের শাস্তি বিধান নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব নূরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম এবং ভৌত অবকাঠামো বিভাগের শামীমা নার্গিস। পানি সম্পদ মন্ত্রণালয়ের মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্পটি প্রথম সংরক্ষণ অনুমোদনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেছেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করলেও ওই প্রকৌশলীর নাম বলেননি তিনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রেও সেই প্রকৌশলীর নাম জানা যায়নি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ভোলা জেলার চরফ্যাশন পৌরসভার সংরক্ষণের জন্য একটি সংশোধিত প্রকল্প এসেছে। এখানে আর একটি প্রকল্প অতীতে করা হয়েছিল, যেখানে গাফিলতি ছিল। সেই ইঞ্জিনিয়ারের ভুলের জন্য ঐ প্রকল্পে আমাদের বহু ক্ষতি হয়েছিল। প্রকল্পটি বাস্তবায়ন হয়নি এবং সবকিছুই জলে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ওই একই লোক নাকি এখানে আবার ইঞ্জিনিয়ার। হাউ ইস ইট পসিবল? তার ভুলের জন্য আমাদের এত বড় ক্ষতি হয়েছে তাকে তিরস্কার না করে তাকে পুরস্কৃত করা হচ্ছে- এটা গ্রহণযোগ্য নয়। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার কোনো সদুত্তর দিতে না পারলে প্রধানমন্ত্রী ওই প্রকৌশলীর শাস্তি নিশ্চিত করার কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সেখানে উপস্থিত পানি সম্পদমন্ত্রী বলেছেন তিনি নাকি এই বিষয়ে অবহিত রয়েছেন। তিনি নিজেই বিষয়টি দেখছেন। একনেক সভা শেষে তিনি (মন্ত্রী) এবং সচিব গিয়ে এর বিরুদ্ধে জোরালো ভূমিকা নেবেন এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিযোগ্য ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এদিকে রাঙ্গামাটি সড়ক বিভাগের অধীন পাহাড়ের ভূমিধস থেকে সড়ককে রক্ষায় ড্রেনসহ স্থায়ী প্রতিরক্ষামূলক আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। এ জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪৯ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। চলতি বছর হতে ২০২২ সালের জুনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ ছাড়া ৩ হাজার ৪৭০ কোটি টাকা ব্যয়ে মোট ১২ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ১৬৩ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৩০৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হবে। একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

সভায় ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নাটোর জেলায় সেচ স¤প্রসারণ প্রকল্প অনুমোদন করা হয়। এতে ব্যয় হবে ১৭৫ কোটি টাকা। চলতি বছর থেকে ২০২৩ সালের জুনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। নাটোর জেলার ৭টি উপজেলা নাটোর সদর, নলডাঙ্গা, বাগাতিপাড়া, সিংড়া, বড়াইগ্রাম, লালপুর ও গুরুদাসপুরের কৃষকরা উপকৃত হবেন।

সভায় সাইবার আক্রমণ থেকে সরকারি তথ্যভান্ডার রক্ষা করতে ১৪৬ কোটি টাকার প্রকল্পও অনুমোদিত হয়েছে। ‘বিজিডি ই-গভ সিআইআরটি’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন হবে আইসিটি বিভাগ ও বিসিসির অধীনে। প্রকল্পের প্রধান কাজ হবে ৩৮টি বিভিন্ন ধরনের সফটওয়্যার সংগ্রহ করা, ব্যক্তি পরামর্শক নিয়োগ, কম্পিউটার এক্সেসরিজ সংগ্রহ করা এবং বিভিন্ন পর্যায়ের জনবল নিয়োগ দেয়া।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, জিএনএস করস-এর নেটওয়ার্ক পরিধি সম্প্রসারণ এবং টাইডাল স্টেশন আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৮৯ লাখ টাকা। থানচি-রিমকীর-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের ব্য্যয় ধরা হয়েছে ৮৫৩ কোটি টাকা। সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৬৯ কোটি টাকা।
খুলনা কর ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৭৬ লাখ টাকা। মধুমতি-নবগঙ্গা উপ-প্রকল্প পুনর্বাসন ও নবগঙ্গা নদী পুনঃখনন/ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুজ্জীবন পরিবেশগত ভারসাম্য রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি ৬১ লাখ টাকা।

এ ছাড়া মেঘনা নদীর ভাঙন হতে ভোলা জেলার চরফ্যাশন পৌর শহর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি হতে ধরাভাঙ্গা এমপি বাঁধ পর্যন্ত মেঘনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি টাকা। ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নাটোর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি ৫৮ লাখ টাকা। কৃষি বিপণন অধিদফতর জোরদারকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৭৬ কোটি ৮৭ লাখ টাকা।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, সবজি রফতানি বেড়ে যাওয়ায় বাংলাদেশ বিমানকে দু’টি কার্গো বিমান কেনার বিষয়ে চিন্তা করতে বলেছেন প্রধানমন্ত্রী। কারণ, কৃষিপণ্য রফতানি বেড়েছে। অন্য বিমানে বেশি ভাড়া নিয়ে পাঠাতে হচ্ছে বলে অনেক টাকা খরচ হচ্ছে। দু’টি কার্গো বিমান কিনলে অনেক কম খরচেই রফতানি করা যাবে। এ ছাড়া নভেম্বর মাসে আরো একটি ড্রিমলাইনার বিমান আসছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আরো কিছু নির্দেশনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, পর্যায়ক্রমে সারাদেশের বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে করতে হবে। নতুন করে সুইস গেট নির্মাণ না করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কেননা এসব গেট মরিচা পড়ে কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। আর কাজ করে না। তাই একেবারেই অপরিহার্য না করে এসব গেট নির্মাণ করা যাবে না। হাওর অঞ্চলে সড়ক নির্মাণ-সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, প্রকৃতিকে বাধা দিয়ে কিছু করা যাবে না। তাই এসব সড়কে পর্যাপ্ত পানিপ্রবাহের জন্য প্রচুর ব্রিজ বা কালভার্ট রাখতে হবে। তা ছাড়া যেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা যায় সেখানে সেটিই করতে হবে।

এম এ মান্নান আরো বলেন, কোনো এলাকায় বাঁধ নির্মাণ করা হলে সেই প্রকল্পের সঙ্গে গাছ লগানোর জন্যও বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে কোনো প্রকল্প প্রস্তাবে গাছ লাগানোর প্রস্তাব থাকলে তা কেটে না দেয়ার জন্য পরিকল্পনা কমিশনকে বলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ