Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

নিখোঁজের ৩ দিন পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁধবাজার কাঞ্চনপুর সংলগ্ন জিকে ক্যানেল থেকে বিলকিস আক্তার নামে এক সুন্দরী গৃহবধূর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে বস্তাবন্দি ভেসে আসা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত বিলকিস আক্তার কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী এবং হাসপাতাল মোড় এলাকায় ডক্টরস ল্যাব অ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের ধারণা পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি তারা।
কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সকাল ৯টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে খবর পেয়ে তার স্বামী রবিউল ইসলাম হাসপাতালে এসে লাশ শনাক্তসহ পরিচয় নিশ্চিত করেন।
তিনি আরও জানান, খুব ঠাসাঠাসি করে লাশ বস্তাবন্দি করা হয়। কেউ যাতে ওই নারীকে শনাক্ত করতে না পারে সেজন্য দুর্বৃত্তরা নিহতের মুখ ঝলসে দেয়ার চেষ্টা করে। ওই নারীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে কিনা পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অচিরেই মৃত্যুর কারণ উৎঘাটনসহ হত্যাকারিদের গ্রেফতার করা হবে।

নিহতের স্বামী রবিউল ইসলাম জানান, গত শনিবার বেলা ২টার দিকে হাসপাতালের ডিউটি শেষ করে বাড়ি ফিরে আসে বিলকিস। হঠাৎ মোবাইলে একটি ফোন আসার পর বিকেল ৫টার দিকে সে কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে এলাকাবাসি জানিয়েছেন, প্রায় ২৫ বছরের বিবাহিত জীবনে রবিউল ও বিলকিস দম্পতি নিঃসন্তান ছিলেন।



 

Show all comments
  • জাহিদুর রহমান জাকারিয়া ২১ আগস্ট, ২০১৯, ৯:৩৫ এএম says : 0
    উদ্বিগ্ন হবার মত খবর। বিচারহীনতা নতুন অপরাধকে উৎসাহিত করে।
    Total Reply(0) Reply
  • Newaj M Rahman ২১ আগস্ট, ২০১৯, ৯:৩৫ এএম says : 0
    নৈতিক অবক্ষয়, বিচারের হীনতা, প্রশাসনে মাত্রাতিরিক্ত দূ্র্নীতিই এই মহামারীর জন্য দায়ী।
    Total Reply(0) Reply
  • Ruhul Amin ২১ আগস্ট, ২০১৯, ৯:৩৬ এএম says : 0
    ধর্ষন মহামারি,ডেংগু মহামারি, দূর্নিতি মহামারি সব যেন গুজব আমরা কোথায় আছি? আবার ভারত চায় ১/৩ অংশ।
    Total Reply(0) Reply
  • Jasim Uddin ২১ আগস্ট, ২০১৯, ৯:৩৬ এএম says : 0
    কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছি
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ বেলাল উদ্দীন ২১ আগস্ট, ২০১৯, ৯:৩৭ এএম says : 0
    ধর্ষনের আরেক নাম বাংলাদেশ। দেশে যে কি ভাবে আছি!! আল্লাহ মালুম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ