Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিমিষেই শেষ পরিবার

বেঁচে যাওয়া শিশুটি আইসিইউতে : বিভিন্ন স্থানে নিহত আরো ১০ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

রফিকুল ইসলাম (৪৫)। স্ত্রী ও সন্তানদের নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন শেষে প্রাইভেটকার যোগে টাঙ্গাইলের ঘাটাইল ভাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সময় সকাল সাড়ে ১১টা। সবাই বেড়াতে যাওয়ার আনন্দে উল্লসিত। কিন্তু চোখের পলকে কিশোরগঞ্জগামী এমকে পরিবহনের দ্রুতগতির একটি বাসের চাপায় নিঃশেষ হলো আনন্দ। ওভারটেক করার সময় বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও তার স্ত্রী শামসুন্নাহার শাহানা মারা যায়। পরে হাসপাতালে তার ছেলে-মেয়ে ও শ্যালকের মৃত্যু হয়। বেঁচে যাওয়া শিশুটি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া গত ২০ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরো ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। নিহতদের মধ্যে টাঙ্গাইলে ২, চট্টগ্রামে ১, ময়মনসিংহের ভালুকা ১, সিরাজগঞ্জে ১, কুষ্টিয়ার ১, নেত্রকোণায় ১, রাজবাড়ীতে ১, সোনাইমুড়ীতে ১, কাপাসিয়া ১জন।
ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে বাস প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়েসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলায়এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদীর মাধবদি বাংলা টেক্সটাইলের মালিক রফিকুল ইসলাম, তার স্ত্রী শামসুন্নাহার শাহানা (৩৫), কলেজ পড়ুয়া ছেলে নাবিল ইসলাম (১৮), মেয়ে রওনক জাহান (১৩) ও শ্যালক আশরাফুল ইসলাম।
নিহতদের গ্রামের বাড়ি নেত্রকোনার দ‚র্গাপুর উপজেলার শাখাইচন্ডীগড় গ্রামে। আর নিহত আশরাফুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্বপরিবারে বসবাস করতো নরসিংদী জেলার মাধবদিতে। তারা স্বপরিবারে ঈদের ছুটিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শ্বশুরবাড়ি এসেছিল। গতকাল মধুপুর থেকে টাঙ্গাইলের ঘাটাইল যাচ্ছিল ভাইয়ের বাড়িতে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামকস্থানে পৌঁছলে কিশোরগঞ্জগামী এমকে পরিবহনের দ্রুতগতির একটি বাস ওভারটেক করার সময় চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার শাহানা মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত অবস্থায় রফিকুল ইসলাম, তার ছেলে নাবিল ইসলাম, নাহিদ ইসলাম, কন্যা রওনক জাহান, শ্যালক আশরাফুল ইসলাম এবং প্রাইভেটকার চালক সেলিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রফিকুল ইসলাম, নাবিল ইসলাম ও মেয়ে রওনক জাহানকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র বেঁচে যাওয়া তিন বছরের শিশুপুত্র নাহিদ মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। আহত অপর দুইজন আশরাফুল ও চালক সেলিমকে ৭নং ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আশরাফুল মারা যায়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শিশু নাহিদের অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, পুলিশ বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।
এদিকে, ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম উজ্জল মিয়া (৩০)। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায়। উজ্জল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ভাসাডি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. লোকমান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার গোমদন্ডী ফুলতল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান উপজেলার পশ্চিম গোমদন্ডী মালেক মেম্বার বাড়ীর ফেজু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে দ্রুতগতির একটি টেম্পো অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে মো. লোকমান গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বেলা দেড়টায় সেখানে লোকমান মারা যান।
নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলার চাটখিল-সোনাইমুড়ী সড়কে বাস চাপায় নজরুল ইসলাম (৬৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আরো ৪ যাত্রী আহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চাটখিল সোনাইমুড়ী সড়কের কাশেম মাস্টার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলামের বাড়ীর উপজেলার বাঁরকোর্ট গ্রামে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রামগঞ্জ থেকে ছেড়ে আসে জননী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস। বাসটি কাশেম মাস্টার ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়েমুছড়ে গিয়ে যাত্রী নজরুল ইসলাম ঘটনাস্থলে নিহত ও আরো চার যাত্রী আহত হন।
টাঙ্গাইল : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে জেলার ভ‚ঞাপুর-তারাকান্দি সড়ক ও সকালে নাগরপুর উপজেলার নাগরপুর-সলিমাবাদ সড়কে দুর্ঘটনাগুলো ঘটে। নিহত দু’জন হলেন- জামালপুরের সরিষাবাড়ির পিংনা গ্রামের আব্দুল মান্নান (৬২) ও নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের পাছপাড়া গ্রামের কুদ্দুস মিয়া (৭০)।
স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে ঢাকায় কর্মস্থলে যাওয়ার জন্য পিংনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভ‚ঞাপুরের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে অটোরিকশাটি ভ‚ঞাপুর-তারাকান্দি সড়কে পৌঁছালে বিপরীত থেকে আসা তারাকান্দিগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভ‚ঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নিহত কুদ্দুসের বড় ভাই বাদশা মিয়া জানান, সকালে বেকড়া ভোরের বাজার থেকে বাড়ি ফিরছিল কুদ্দুস। পথে নাগরপুর-সলিমাবাদ সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে হোসনে আরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের মিরপুর হালসা বালুচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা একই উপজেলার কুশা ইউনিয়নের হাউসপুর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আলিম জানান, ঘটনাস্থলেই বাসযাত্রী ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী।
নেত্রকোণা : নেত্রকোণার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়েকের পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় বাসচাপায় রতন খাঁ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা রমজান খাঁ নামে আরেক আরোহী আহত হয়েছেন। নিহত রতন খাঁ পূর্বধলা উপজেলার জারিয়া ইউনয়িনের ছনধরা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ খাঁর ছেলে।
রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দ‚র্গাপুরে পিকনিকের বাস উল্টে শামিম রেজা (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দ‚র্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম রেজা মেহেরপুর জেলার গাংনী উপজেলার মো. সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো।
কাপাসিয়া (গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর উপর ণির্মিত ‘ফকির মজনু শাহ্ সেতু’র পূর্বপাশে টোলপ্লাজা সংলগ্ন স্থানে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিঙ্গাপুর প্রবাসী রফিকুল ইসলামের (২৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রফিকুল ইসলাম তরগাঁও ইউনিয়নের দক্ষিণ খামের গ্রামের মৃত আব্দুল আজিজ ওরফে আরজুর পুত্র। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত ইব্রাহিম হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে মারা গেছেন। সে উপজেলার শেরনগর গ্রামের মোস্তফা মুন্সীর ছেলে। এ ঘটনায় আহত তার স্ত্রী পারুল খাতুন (২৩) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ও শিশু সন্তান জান্নাত (৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। আর তার বোন, বোন জামাই, ভাগনী ও চালককে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তার স্ত্রী ও সন্তানের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ