Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

রূপগঞ্জে প্রতারণার অভিযোগে বামাক মহাসচিব কারাগারে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:৫৪ এএম

 রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকা থেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বামাক) মহাসচিব সাইফুল ইসলাম দিলদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত বুধবার রাতেই তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল ইসলাম রফিক। সাইফুল ইসলাম দিলদার পুটিনা এলাকার মৃত ফকরুল ভূইয়ার ছেলে। এর আগে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে গত মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর পুটিনা থেকে বাংলাদেশ সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। 

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল হক মামলার এজাহারের বরাত দিয়ে জানান, দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফা দেখিয়ে আই আর ডি নামক একটি এনজিও খুলে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করেন। এরপর কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহকদের দেয়ার পর হঠাৎ এনজিও বন্ধ করে এলাকা থেকে পালিয়ে যান সাইফুল। গ্রাহকরা প্রায় এক বছর ধরে তাদের পাওনা টাকা ফেরতের জন্য ড. সাইফুল ইসলাম দিলদারের কাছে চাইতে গেলে গ্রাহকদের পুলিশ দিয়ে হয়রানি করতেন গ্রাহকরা জানান। গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি দাউদপুর পুটিনায় সাইফুল ইসলাম দিলদার আসলে গ্রাহকরা সাইফুলের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। ১৫ জন গ্রাহকের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তাদের পক্ষে স্থানীয় মাহফুজা বেগম নামে এক নারী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জ

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ