Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৯২৯, ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

কোরবানি ঈদের ছুটিতে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও তা আবার বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট বুধবার সকাল ৮টা থেকে ১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৯২৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১১ জন নতুন রোগী, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৮ জন। এর আগের দিন বুধবার ঢাকায় নতুন রোগী ভর্তির সংখ্যা ছিল ৭৫৫ জন, আর ঢাকার বাইরে ভর্তি হয়েছিলেন ১ হাজার ১২৫ জন। গত এক মাসে শুধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে ৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন, চাঁদপুর ও মাগুয়ায় একজন করে। সরকার চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্যে দেখা যায় সারাদেশে অন্তত ১২৪ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
জানতে চাইলে হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, ঈদের দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে নতুন রোগী ৪৯ জন বেড়েছে। তবে ঢাকার বাইরে নতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী কিছুটা কমেছে। আগস্ট-সেপ্টেম্বর মাসে ডেঙ্গু প্রকোপ বাড়বে, এমনটি আগে বলেছি আমরা। আরও ৭ থেকে ৯ দিন দেখার পর আমরা বলতে পারব, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে না কমবে। তবে আমার ধারণা জনসাধারণ আগের চেয়ে সতর্ক হওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই কমে আসবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৯ সালের শুরু থেকে ১৫ অগাস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ৪০ হাজার ৬৭০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৭০ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৯১০ জন, দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৬৬০ জন। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে না গিয়ে ডাক্তারের পরামর্শে যারা বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন, তাদের সংখ্যা এই হিসাবে আসেনি।
সরকারি হিসেবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর অগাস্টের ১৪ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮১৯ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি ২৯৫ জন নতুন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১৭১ জন, সিলেট বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ১৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এখনো আমাদের হাসপাতালে সর্বমোট ৬০১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই রোগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে এবং প্রতিদিনই কম বেশি কেউ না কেউ এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে আগের তুলনায় রোগীর চাপ কিছুটা হলেও কমছে। তিনি আরও জানান, জুন মাস থেকে এ পর্যন্ত (১৫ আগস্ট) ঢামেকে ২৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎাধীন অবস্থায় মারা গেছে। তবে তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলে বোঝা যাবে তারা সবাই ডেঙ্গু জ্বরে আক্রান্তের কারণেই মারা গেছেন না অন্য কোনো রোগে তাদের মৃত্যু হয়েছে।
শিশুসহ ৫ জনের মৃত্যু
ঢাকা : রাজধানীতে ডেঙ্গু রোগী চিকিৎসা দিতে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাদারীপুর স্বাস্থ্য সদর কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী তপন কুমার মন্ডল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
তপন কুমার মন্ডলকে দুই সপ্তাহ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে মাদারীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনে স্থানান্তর করা হয়। চার দিন আগে তার শরীরের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এরপরে হাসপাতালে ভর্তির পর গতকাল তার মৃত্যু হয়।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী মারা গেছেন। তার নাম মৌসুমি আক্তার (২৫)। গতকাল সকাল ১১টার দিকে তিনি মারা যান।
অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে ঢাকা শিশু হাসপাতালে। তার নাম রাজ চৌধুরী। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। রাজের বয়স ছিল মাত্র দুই বছর দশ মাস। সে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. নির্মল কান্তি চৌধুরীর ছেলে।
মাগুরা : মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়নাল শরীফ(৫৩) নামে এক ব্যাক্তি মারা গেছে।সে ঐ গ্রামের গফুর শরীফের ছেলে। মৃত জয়নালের ভাইয়ের জামাই ইউনুস আলী জানান, জয়নাল ঢাকার একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন।
চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক সিয়াম (১৪) নামে এক মাদরাসা ছাত্র মারা গেছে। গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ