পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঈদযাত্রার চতুর্থ দিনে কমলাপুর রেলস্টেশন থেকে শিডিউল বিপর্যয় হয়ে পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ট্রেনগুলো দেরিতে ছাড়বে। এসব ট্রেনগুলোর কোনটি ৬, ৮ ও ১২ ঘন্টা বিলম্বে ছেড়ে যাবে। স্বাভাবিকভাবে এতে যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন। তবে, যাত্রীদের বিড়ম্বনা লাঘবে নতুন সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানানো হয়েছে, ‘কোন যাত্রী চাইলে বিলম্ব হওয়া ট্রেনের টিকিট জমা দিয়ে পুরো টাকা ফেরত নিতে পারবেন।’
শনিবার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উদ্দেশ্যে এ তথ্য মাইকে প্রচার করছে স্টেশন কর্তৃপক্ষ।
এছাড়া, কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল ইসলামও জানিয়েছেন, ‘বিলম্ব হওয়া ট্রেনগুলোর টিকিট যাত্রীরা স্টেশনে জমা দিয়ে পুরো টাকা ফেরত নিতে পারবেন। স্টেশনের ১ থেকে ৬ নম্বর কাউন্টারে এই টিকিট ফেরত নেওয়া হচ্ছে।’
তবে, ১ থেকে ৬ নম্বর কাউন্টারে গিয়ে দেখা গেছে টিকিট ফেরত দেয়ার হার খুব কম। বেশিরভাগই স্ট্যান্ডবাই টিকিট কিনতে দেখা গিয়েছে।
কমলাপুর রেলস্টেশনে রাখা ডিসপ্লেতে দেওয়া ট্রেনের সময়সীমা অনুযায়ী, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি সাড়ে ৮ ঘণ্টা দেরিতে আনুমানিক দুপুর আড়াইটায় ছেড়ে যাবে।
অন্যদিকে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি আনুমানিক দেড়টায় ছেড়ে যাবে।
চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি ছাড়বে বিকেলে সাড়ে ৪টায়।
তাছাড়া, রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও ছাড়বে রাত ৯টায়।
এদিকে, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় ছাড়ার কথা থাকলেও এটি বেলা ১২টায় কমলাপুর ছেড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।