পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আর একদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা। সারাদেশে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যে দিয়ে এ দিন উদযাপিত হবে। দেশের বিভিন্ন স্থানে ঈদ জামাতের ব্যপক প্রস্ততি নেয়া হয়েছে। ঈদগাঁ গুলোকে জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদন :
চট্টগ্রাম ব্যুরো জানান : সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীতে এবার ১৬৪ স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রথম ও প্রধান জামাত হবে সকাল পৌনে ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। গতকাল (শনিবার) সকালে এ ময়দানের ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৈরি আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের বিষয়টি মাথায় রেখে জামাতস্থলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।
জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানের প্রথম ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আহমুদুল হক। আর সকাল পৌনে ৯ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদরাসার প্রধান মোফাচ্ছির কাজী মাওলানা মোহাম্মদ ছালেকুর রহমান।
এছাড়া বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর ৪১ ওয়ার্ডে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
যশোর ব্যুরো জানান : যশোরে ঈদুল আযহা জামাতের সকল প্রস্ততি প্রায় সম্পন্ন। জেলা শহরের ঈদের প্রধান অনুষ্ঠিত হবে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামাত হবে সকাল ৮টায়। বৃষ্টি হতে পারে এই আশঙ্কায় ঈদগাহ ময়দান পুরোটাতে ছাউনী দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঈদ জামাত যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে ও শৃঙ্খলার সাথে মুসল্লীরা যাতে নামাজ আদায় করেেত পারেন তার জন্য যাবতীয় প্রস্ততি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও পুলিশ লাইন মসজিদ, হাসপাতাল চত্বর, চৌরাস্তা, নতুন খয়েরতলা স্কুল মাঠ, ডাকাতিয়া, চাঁচড়া, পুরাতন কসবা কাঠালতলা ঈদগাহ, মুড়লীর মোড় ও উপশহর মারকাস মসজিদ সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত হবে।
বরিশাল ব্যুরো জানান: দেশের দক্ষিণাঞ্চলের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সকাল ১০টায়। দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদ জামাত আদায়সহ পশু কোরবানী করবেন।
বরিশাল বিভাগীয় সদরে ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ শীর্ষ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এখানে ঈদের নামাজ আদায় করবেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ঈদ জামাত আদায় করবেন নগরীর করিম কুটির জামে মসজিদে সকাল ৮টায়।
বরিশালের চরমোনাই দরবার শরীফ মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ঈদ জামাতে ইমামতি করবেন। পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ ময়দানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রঃ) মাজার শরীফ প্রাঙ্গনে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে এবং ভোলা কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল মহানগরীরর জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, কেন্দ্রিয় জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, পুলিশ লাইন্স মাঠে সকাল ৮টায় ও ৯টায়, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ও সকাল সোয়া ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া শের-এ-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, কেন্দ্রিয় কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, ল কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, পোর্ট রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, একনম্বর লঞ্চ ঘাট মসজিদে সকাল সোয়া ৭টায়, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ফকিরবাড়ি রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল ৮টায়, খান সড়ক জামে মসজিদে সকাল ৮টায়, সাগরদী জামে মসজিদে সকাল ৮টায় এবং কালিজিরা কেন্দ্রিয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এবার বরিশাল বিভাগের ৬টি জেলা এবং মহানগরীতে সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সকল ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল রেঞ্জর ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের নামাজসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানায়: গফরগাঁও উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈমাম বাড়ি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়। এছাড়া গফরগাঁও রেল স্টেশন জামে মসজিদে সকাল ৯টা, রোস্তম আলী গোলন্দাজ হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৯টা, গফরগাঁও পুরাতন বাস ষ্টেশন (গ্যাস অফিস সংলগ্ন) সকাল ৯টার। গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদরাসা সংলগ্ন কাজী বাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৯টার দিকে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী : রাজবাড়ী জেলায় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় চর খানখানাপুরের ঐতিহ্যবাহী ঈদগাঁতে। এতে ইমামতি করবেন মাওলানা এরশাদুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।