পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবৈধভাবে সরকারি রেভিনিউ স্ট্যাম্প জাল করে ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো- রাসেল আহম্মেদ ওরফে শান্ত ও মো. নাঈম ইসলাম। গতাকল শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ টাকা মূল্যমানের ১ কোটি ২ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প, বিভিন্ন মূল্যের স্ট্যাম্প, প্লেট ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়াও হিজবুত তাহরীরের প্রচারণামূলক বিভিন্ন পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই উদ্ধার করা হয়।
গ্রেফতাররা অবৈধভাবে সরকারি রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় করত। এছাড়া একই প্রেসেই হিজবুত তাহরীরের পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই ছাপানো হত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।