Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হঠাৎ আসরে স্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

নব্বই দশক থেকে বর্তমান শতকের শুরুর কয়েক বছর বলিউড কাঁপিয়েছিল রাভিনা ট্যান্ডন ও গোবিন্দের ব্যবসাসফল কিছু সিনেমা। অতি স¤প্রতি তাদের ‘আঁখিও সে গুলি মারে’ গানের রিমিক্সের সাফল্য থেকে সেই জনপ্রিয়তার কিছুটা আঁচ পাওয়া যায়।
একাধিক বাম্পার হিটের কারণে সে সময় রাভিনার সঙ্গে কয়েকজন নায়ককে নিয়ে গুঞ্জন ছিল। তবে গোবিন্দের সঙ্গে অফস্ক্রিন কিছুর ফিসফাস ছিলো না। একদম পরিষ্কার ইমেজ এই জুটির।

তবে এবার হলো কী! ‘ম্যায় লায়লা লায়লা চিল্লাউঙ্গি কুর্তা ফাঁড়কে’ গানের তালে তালে দু’জন খুব নেচে যাচ্ছিলেন। হঠাৎই আসরে হাজির গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। নিমেষে যেন তাল কেটে গেল। গোবিন্দের চোখ-মুখের ভাব গেল বদলে। গলা যেন শুকিয়ে যাচ্ছে। তাকে অবাক করে নাচের মুদ্রায় শামিল হলেন সুনীতা। এরপর তিনজন মিলে জমিয়ে দিলেন ড্যান্স ফ্লোর।

আসলে পুরো গল্পটাই রিয়্যালিটি শো ‘নাচ বালিয়ে’ সিজন নাইনের চিত্রনাট্য অনুসরণ করে ঘটেছে। ওই সময় গোবিন্দের অবস্থা দেখে হেসে খুন অনুষ্ঠানে হাজির বিচারকরা। সেই দৃশ্য প্রোমো আকারে প্রকাশ হয়েছে। তা এখন অনলাইনে ভাইরাল। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ