Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া ডেঙ্গুর কামড়ে ছটফট করছেন

আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ডেঙ্গুর কামড়ে দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডেঙ্গুর কামড়ে বেগম খালেদা জিয়া ছটফট করছেন। তিনি বলেন, দৃশ্যমান আর অদৃশ্যমান ডেঙ্গু দেখতেছি ১০ থেকে ১১ বছর ধরে। যে ডেঙ্গুর কামড়ে গণতন্ত্র নেই। আরেক ডেঙ্গুর কামড়ে খালেদা জিয়া ছটফট করতেছে জেলখানায়, সেখানে ওষুধ নেই। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, আইন এবং নিয়মবহির্ভূত যত ধরনের নির্যাতন আছে তা খালেদা জিয়ার ওপরে চলছে। কিন্তু আমরা নির্বাক তাকিয়ে আছি। গতকাল (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘ডেঙ্গুর ভয়াবহতা : জনআতঙ্ক ও সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, খালেদা জিয়ার তো জেলে যাওয়ারই কথা না। যখন তিনি (শেখ হাসিনা) জেল দিয়েছেন, তখন কি আর খালেদা জিয়াকে মুক্তি দেবে নাকি? ডেঙ্গুর কামড়ে মানুষ মরে পাঁচ-সাত দিনে। কিন্তু খালেদা জিয়াকে যে ডেঙ্গু কামড় দিয়েছে, তা খালেদা জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না। শেখ হাসিনা তো খালেদা জিয়াকে ছাড়বে না। কিন্তু আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা না করে শুধু দোয়া করি তাহলে তো হবে না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আর শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো কাজ হবে না। শান্তিপূর্ণ কর্মসূচি অনেক হয়েছে, আজ হোক কাল হোক সরকার পতনের আন্দোলন ছাড়া দেশনেত্রীর মুক্তির আর কোনো বিকল্প পথ নেই।

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপিকে খুব বেশি দরকার দাবি করে সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেন, একটা তৃণমূলের নেতাকর্মীও কোনো দলে যোগ দেয়নি। সংগঠনের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মো: আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন ও চালকদলের সভাপতি জসিম উদ্দীন কবির প্রমুখ।



 

Show all comments
  • Md Bojlur Rahman ১০ আগস্ট, ২০১৯, ১:৪৮ এএম says : 1
    ডেঙ্গু রোধে সচেতনতা বৃদ্ধি তো দূরে থাক, দিনরাত সরকারকে দোষারোপ করছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে যে, ডেঙ্গুর ওষুধ নাকি ক্ষতিকারক। নিষিদ্ধ ওষুধ আমদানি করতে যাচ্ছে সরকার। এগুলো কেবল গুজব ও মিথ্যাচার ছাড়া কিছু না।
    Total Reply(0) Reply
  • মোঃ আশরাফুল ইসলাম সজীব ১০ আগস্ট, ২০১৯, ১:৪৮ এএম says : 1
    ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে বিএনপি। ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে। সর্বনিম্ন মূল্যে ডেঙ্গুর পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার। এখন তো ডেঙ্গু চিকিৎসা বিনামূল্যে দেয়ার জন্য সরকার নির্দেশনা জারি করেছে।
    Total Reply(0) Reply
  • Numan Bin Abdullah ১০ আগস্ট, ২০১৯, ১:৪৯ এএম says : 1
    বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা ঘরে বসে না থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করুন।
    Total Reply(0) Reply
  • Md Motin ১০ আগস্ট, ২০১৯, ১:৪৯ এএম says : 0
    বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে সরকার নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
    Total Reply(0) Reply
  • মুফতি হাফিজুর রহমান জুলহাস ১০ আগস্ট, ২০১৯, ১:৪৯ এএম says : 0
    ডেঙ্গুজ্বর হয়,কামড় দেয় না
    Total Reply(0) Reply
  • Md Sayfullah ১০ আগস্ট, ২০১৯, ১:৫০ এএম says : 0
    আল্লাহ আপনি নেত্রীকে হেফাজত করুন।।
    Total Reply(0) Reply
  • Sheikh Shadi ১০ আগস্ট, ২০১৯, ১:৫১ এএম says : 1
    গয়েশ্ষোর দাদা গত এক বছরেরও বেশি সময় ধরে বলে আসছে খালেদার এই রোগ আক্রান্ত ঐ রোগে আক্রান্ত তো দাদা এই বুড়ো বয়সে এতো রোগ নিয়ে উনি দিব্যি বেঁচে আছে,হায়রে রাজনীতি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ