Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭০ টাকার বাস ভাড়া ৩০০ টাকা!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে কর্মজীবী মানুষ। তবে যাত্রাপথে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ যানজটের সাথে যুক্ত হয়েছে অতিরিক্ত ভাড়ার ভোগান্তি। সরাসরি বাসের টিকিট না থাকায় শেষ বেলায় অনেকেই যাচ্ছেন ভেঙে ভেঙে। আবার ফেরিঘাটে জ্যামের কথা চিন্তা করেও পাটুরিয়া কিংবা আরিচা ঘাট পর্যন্ত লোকাল বাসে যাচ্ছেন অনেকে। সাধারণ সময়ে এই রুটের ভাড়া ৭০ টাকা হলেও এখন যাত্রী বেড়ে যাওয়ায় ৩০০ টাকা করে নেয়া হচ্ছে। গতকাল সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গাবতলী বাস টার্মিনালের পাশেই আরিচাগামী বাসের টার্মিনাল। এখান থেকেই ছেড়ে যাচ্ছে আরিচা ঘাটের বাস। প্রকাশ্যেই বাসের হেলপাররা যাত্রীদের ডাক দিচ্ছেন ‘আরিচা ৩০০’, ‘খালি ৩০০’। যাত্রীরাও অনেকটা নিরুপায় হয়ে এসব বাসেই উঠে বসছেন। অন্যদিকে পাটুরিয়াগামী বাসেও একই অবস্থা। রাস্তার ওপর গাড়ি দাঁড় করেই হাঁকছেন ‘পাটুরিয়া ৩০০’, ‘পাটুরিয়া ৩০০’। এই রুটে যাত্রী বেশি থাকায় রাজধানীর বিভিন্ন মিনিবাসসহ অন্য রুটের মিনিবাসও চলতে দেখা গেছে।

পাটুরিয়া ঘাটগামী যাত্রী আবদুল আলিম জানান, ঈদের সময় হলেই এই রুটে ভাড়া চার গুণ বেড়ে যায়। আরিচা ঘাটে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা আর পাটুরিয়া ঘাট পর্যন্ত ৩০০ টাকা ভাড়া নেয়। এর কমে এক টাকাও নেবে না। পদ্মালাইন আছে ওইদিকে, তারা ভাড়া চাচ্ছে ৪০০ টাকা।

গাবতলী টার্মিনালে স্থাপিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযোগ কেন্দ্রে দায়িত্বরত দারুস সালাম থানার এএসআই এরশাদুর রহমান বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিভিলে এবং পোশাকে পুলিশ ডিউটি করছে। সকালের দিকে লোকাল গাড়িগুলো কিছু ঝামেলা করছিল যাত্রীদের সঙ্গে। অনেকেই ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ জানিয়েছিল, পরে আমরা গিয়ে ব্যবস্থা নেই।

তবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র ভিজিলেন্স টিম কাজ করছে গাবতলী বাস টার্মিনালে। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ওয়াহিদুর রহমান বলেন, আমরা যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছি। আমাদের এখানে মোবাইল কোর্ট আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকেও অতিরিক্ত ভাড়া নেয়ার জন্য ভোক্তা অধিকার আইনে দুই হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে আর অতিরিক্ত ভাড়া নেবে না মর্মে মুচলেকা নেয়। এছাড়া অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে দুইজনকে গ্রেফতারও করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ