পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কদমতলী এলাকা থেকে পিস্তল, গুলি ও জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলোÑ আলমগীর হোসেন ও সুমন চন্দ্র। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল নোট, একটি বিদেশি পিস্তল ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-২ কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর রুহুল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। ঈদকে সামনে রেখে তারা বাজারে জাল নোট ছড়ানোর পাঁয়তারা করছিল।
তিনি বলেন, আলমগীর জাল টাকাসহ এর আগেও র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। তার নামে একাধিক মামলা রয়েছে। আর সুমন চন্দ্র তার সহযোগী ছিল। আলমগীর জামিনে বের হয়ে আবারও জাল টাকা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।