Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু ও কোরবানির বর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন নিয়ে সর্তক থাকুন

সারাদেশে মসজিদে জুমার বয়ানে-ইমামরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ডেঙ্গুর ভয়াবহতা থেকে দেশবাসিকে রক্ষায় আল্লাহপাকের নিকট বিশেষ দোয়া এবং এডিস মশার উৎপত্তির স্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য গতকাল সারাদেশের মসজিদে মসজিদে ইমাম ও খতীবরা খুৎবা পূর্ব বয়ানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা ও আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য গত জুমায়ও মসজিদে মসজিদে ইমাম-খতীবরা দোয়া করেছে এবং পরিস্কার পরিচ্ছন্নতার ওপর বক্তব্য রেখেছেন। ইমামরা মোনাজাতে বলেন, হে আল্লাহ ডেঙ্গুর গজব থেকে আমাদেরকে রক্ষা করুন। যারা আক্রান্ত হয়েছে তাদের নেকহায়াত দান করুন।
বন্যা কবলিত এলাকার অসহায় মানুষদের পাশে সহায়তার হাত বাড়াতেও বিত্তশালীদের প্রতি আহবান জানিয়েছেন ইমামরা। এছাড়া ভারতের কাশ্মীরের অসহায় মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত এবং নাগরিক অধিকার পুনবহালের জন্যও বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। ইমামরা বয়ানে আসন্ন ঈদুল আযহায় দিন কোরবানির পশুর বর্জ্য স্ব স্ব উদ্যোগে দ্রুত পরিস্কার করার জন্য জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। ইমামরা বলেন, কোরবানির পশু জবাইয়ের পর বর্জ্যরে দরুণ প্রতিবেশীরা যাতে দুর্গন্ধে কষ্ট না পায় সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইমামরা দেশের বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খুৎবা পূর্ব বয়ানে পেশ ইমাম মাওলানা মুহিববুল্লাহ হিল বাকি ডেঙ্গু থেকে রেহাই পেতে আল্লাহপাকের সাহায্য কামনা করে বলেন, সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসিকেও পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, ঈদের দিন কোরবানির পশু জবাইয়ের পর যত দ্রুত সম্ভব বর্জ্য পরিস্কার করে ফেলতে হবে। কোরবানির বর্জ্য ফেলে রাখারয় প্রতিবেশীর কষ্ট হচ্ছে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি বন্যা কবলিত অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। মহাখালিস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে জুমার বয়ানে খতীব মাওলানা খালেদ সাইফুল্লাহ এডিস মশার আক্রমণ থেকে রক্ষা এবং আক্রান্ত রোগীদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করে বলেন, ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। যেসব কারণে এডিস মশার বিস্তার লাভ করে সেসব স্থানে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে নিজেদেরকে অংশ নিতে হবে। তিনি দেশের বন্যার্তদের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান। মাওলানা খালেদ সাইফুল্লাহ কোরবানির পুশুর বর্জ্য যথা সময়ে পরিস্কার করার জন্য নগরবাসিদের প্রতি অনুরোধ জানান। ডেমরার পূর্ব বক্সনগর দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা মসজিদের ইমাম ডেঙ্গুতে আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভ এবং এর আক্রমণ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ইমাম সাহেব কোরবানির গুরুত্ব সর্ম্পকে বয়ানকালে পশুরু বর্জ্য পরিস্কারের বিষয়ে তাগিদ দেন। নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংপুরস্থ হাজী শরীয়ত উল্লাহ তাহফিজ আল কুরআনুল কারিম মাদরাসা ও বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী মোনাজেতে বলেন, হে আল্লাহ ডেঙ্গুর গজব থেকে দেশবাসিকে রক্ষা করো। তিনি ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করে এলাকাবাসিকে পরিস্কার পরিচ্ছন্নতার ওপরগুরুত্বারোপ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ