Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদায়ী কমিশনারের দুই ব্যর্থতা স্বীকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১:২৮ এএম

চার বছর সাত মাস ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও দীর্ঘ ৩২ বছর পুলিশে চাকরি শেষে অবসরে যাচ্ছেন বর্তমান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তার দায়িত্বকালে বিভিন্ন অপরাধে অনেক পুলিশ সদস্যকে মামলা দিয়ে গ্রেফতার ও ছাড় না দেওয়ার কথা উল্লেখ করে স্বীকার করেছেন নিজের ব্যর্থতার কথা।

জঙ্গি দমন করা গেলেও থানাগুলোকে জনগণের কাক্সিক্ষত সেবা পাওয়ার কেন্দ্র করতে না পারা ছাড়াও নগরীর যানজট শতভাগ দূর করতে পারেননি বলে স্বীকার করেছেন তিনি। গতকাল বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ‘মিট দ্যা প্রেসে’ ব্যর্থতা ও সাফল্যের নানা দিক নিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি পুলিশ সদস্যদের ক্ষমতার দম্ভে নয়, কাজের মাধ্যমে জনতার আস্থার প্রতীক হতে বলেন।

কমিশনার বলেন, এক হাজার ৬৮০ দিনের কমিশনার থাকাকালীন জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির যে ব্যবধান, সেটি অনেক কমিয়ে এনেছি। কিন্তু এখানে আমরা শতভাগ সফল হইনি। থানায় মানুষ যে ধরনের সেবা পায়। সে কাক্সিক্ষত লক্ষ্য শতভাগ আমরা পূর্ণ করতে পারিনি। দ্বিতীয় ব্যর্থতাÑ ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ এবং একটি যানজটমুক্ত শহর করতে পারিনি। তবে এর দায় পুলিশের একার নয়। তিনি বলেন, এখানে রাস্তা তৈরি করে সরকারের একটা সংস্থা, সিগন্যাল বাতি রক্ষণাবেক্ষণ করে আরেকটি সংস্থা। আর সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের মানুষের আইন না মানার প্রবণতা; উল্টো পথে যাওয়া, সিগন্যাল ভায়োলেশন করা, যত্রতত্র গাড়ি পার্কিং করা। এসব কারণে আমাদের যে লক্ষ্য ছিলÑ যানজটমুক্ত ঢাকা শহর গড়া, সেখানে আমরা শতভাগ সফল হতে পারেনি।

সফলতা প্রসঙ্গে তিনি বলেন, গত চার বছর সাত মাসের বেশি সময় ডিএমপির ৩৪ হাজার সদস্যকে এক ছাতার নিচে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। তবে সবচেয়ে বড় সফলতা ছিল জঙ্গি দমন। দেশে-বিদেশে বাংলাদেশ এখন জঙ্গি দমনের রোল মডেল। এ ছাড়া ঢাকা শহরে ভাড়াটিয়া নিবন্ধন ফরমের ব্যবস্থা চালু করা। বর্তমানে ঢাকার ৭২ লাখ ভাড়াটিয়ার তথ্য পুলিশের কাছে রয়েছে। এর ফলে কোনো সন্ত্রাসী কোনো অপরাধ করে ঢাকায় লুকিয়ে থাকতে পারবে না। এ ছাড়া জনগণের হয়রানি বন্ধে বিনা অপরাধে বা পরোয়ানা ছাড়া গ্রেফতার বন্ধ, থানায় জিডির ফরমেট করা ফরম, ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু করেছি।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তাহীনতা প্রশ্নের সুষ্ঠ সমাধান, বাংলাদেশকে আন্তর্জাতিক ইভেন্টের নিরাপদ ভেন্যুর স্বীকৃতি, আইপিইউ; সিপিইউ সম্মেলনের মত বড় আন্তর্জাতিক ইভেন্টে সফল নিরাপত্তা প্রশংসিত হয়েছে। অন্যান্য দেশের মতো পবিত্র নগরী মক্কা-মদিনার সম্মানিত খতিব ও ক্যাথলিক ধর্মীয় গুরু পোপ বাংলাদেশে নিরাপত্তার সাথে সফর করে গেছেন।

২০১৮ সালের নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার প্রসঙ্গে কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। তারা সংবিধান অনুযায়ী দায়িত্ব¡ পালন করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কখনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করেনি। এসব কথা বিভ্রান্তিমূলক। এটা কেবল মিথ্যা বেøম। এ সময় তিনি নগরবাসীকে আইন মানতে আহবান জানিয়ে পুলিশকে জনতার জন্য কাজ করতে বলেন।

 



 

Show all comments
  • Abir Rahman ৯ আগস্ট, ২০১৯, ২:০৬ এএম says : 0
    আমাদেরকে একটা জিনিস ই দিয়েছেন প্রিয় স্যার।সেটা হচ্ছে ক্রীড়া কমপ্লেক্স।আপনার প্রতি আমরা কৃতজ্ঞ
    Total Reply(0) Reply
  • Shirajul Islam ৯ আগস্ট, ২০১৯, ২:০৭ এএম says : 0
    জাক অবসেশে একটা সত্য কথা বের হোল।
    Total Reply(0) Reply
  • Shirajul Islam ৯ আগস্ট, ২০১৯, ২:০৭ এএম says : 0
    জাক অবসেশে একটা সত্য কথা বের হোল।
    Total Reply(0) Reply
  • Khasru Jahid ৯ আগস্ট, ২০১৯, ২:০৭ এএম says : 0
    বিদায় কালে কইলা মনু আসল কথাটা। থানা গুলো সব বেসরকারী খাতে ছেড়ে দাও। স্হানীয় ভাবে অরাজনৈতিক লোকের কমিটির মাধ্যমে থানাগুলো চালালে দেশে শান্তি আসবে।
    Total Reply(0) Reply
  • Sohel Akter ৯ আগস্ট, ২০১৯, ২:০৮ এএম says : 0
    সমস্যা নাই অতি তাড়াতাড়ি রাষ্ট্রদূত হয়ে যাবেন,এতদিন যে একচেটিয়া সাপোর্ট দিয়েছেন।
    Total Reply(0) Reply
  • Shahriar Abdullah ৯ আগস্ট, ২০১৯, ২:০৯ এএম says : 0
    দুইটা জায়গায় ১০০% সফল। ১. ভোট চুরিতে সরকারকে সহায়তা করা আর ২. বিরোধী দলের নেতাকর্মীদের গুম, হত্যা, গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে দমন-পীড়ন চালানো।
    Total Reply(0) Reply
  • Sarwar Mia ৯ আগস্ট, ২০১৯, ২:০৯ এএম says : 0
    এত তাড়াতাড়ি বিদায় নিলে হবে এখন ও তো বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীরা মাঠে আছে তাদের কে শায়েস্তা করবেননা, নাম নিশানা মুছে দিয়ে তারপর বিদায় নিন
    Total Reply(0) Reply
  • Sarwar Mia ৯ আগস্ট, ২০১৯, ২:০৯ এএম says : 0
    এত তাড়াতাড়ি বিদায় নিলে হবে এখন ও তো বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীরা মাঠে আছে তাদের কে শায়েস্তা করবেননা, নাম নিশানা মুছে দিয়ে তারপর বিদায় নিন
    Total Reply(0) Reply
  • Mizanur Rahman ৯ আগস্ট, ২০১৯, ২:১০ এএম says : 0
    বাংলা‌দে‌শের ইতিহা‌সে আপনা‌দের কুক‌র্মের কথা কয়লার কা‌লি‌তে লেখা থাক‌বে । আরো কিছু‌দিন চু‌ক্তি ভি‌ত্তিক থাকার চেষ্টা ক‌রেন যা‌তে বি‌রো‌ধি শি‌বি‌রে বা‌কি কেউ বাইরে না থাক‌তে পা‌রে এবং ক্ষমতাসীন‌দের প‌রের বারও ক্ষমতায় বসা‌তে পা‌রেন । বিদ্বায় বেলায় জনগন‌কে ঐ মুখ দেখা‌তে লজ্জা হওয়া উচিৎ । পুরস্কার হিসা‌বে কোন ‌কোন দে‌শের শু‌ভেচ্ছা দূত ক‌রে পাঠা‌চ্ছে আপনা‌দের‌কে ।
    Total Reply(0) Reply
  • Shafiqul Islam ৯ আগস্ট, ২০১৯, ২:১০ এএম says : 0
    অ‌নেক দিন প‌রে একটা সত্য কথা শুনলাম। এভা‌বে য‌দি সবাই ব্যর্থথা স্বীকার করত তাহ‌লে দেশটা অ‌নেক সুন্দর হত, স্যার আপনা‌কে অসংখ্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ