Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে বিচারপতিদের প্রটোকল দেয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুসারে সুপ্রিমকোর্টের বিচারপতিসহ সাংবিধানিক পদধারীদের যথারীতি প্রটোকল দেয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে হাইকোর্টের আদেশ বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্টরা এ নির্দেশ প্রতিপালন করবেন। সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট শাহীনুর রহমানের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একরামুল হক টুটুল। এ সময় আদালত বলেন, বিচারপতিসহ অন্যদের প্রটোকলের বিষয়ে বিভিন্ন নিউজে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ এ ধরণের কোনও আদেশ দেননি। বিষয়টি ছিল ওই আদালতের মন্তব্য। সেটিকেই কোনো কোনো সংবাদ মাধ্যমে ‘আদালতের আদেশ’ বলে উল্লেখ করে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ভিআইপি প্রটোকল বিষয়ে হাইকোর্টের একটি বেঞ্চ বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়, বাকিরা সবাই রাষ্ট্রের কর্মচারী। মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় ৩ ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিট হয়। রিটের শুনানিকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন। পরে বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হলে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ