Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রি মশারি নিতে হলে রোদে বসতে হবে

ডেঙ্গু প্রতিরোধে এমপিদের কার্যকর পদক্ষেপের আহ্বান:স্পিকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

মঙ্গলবার সকাল ১১টা। জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাব চত্ত¡র। শ্রাবণের আকাশে মেঘ নেই, আছে প্রখর রোদ। ক্লাব চত্ত¡রে আয়োজন করা হয়েছে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ কার্যক্রম। পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত এই কর্মসূচীতে প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি আসার আগেই মঞ্চের সামনে পাতানো সংসদ সচিবালয়ের কর্মচারীদের বসানোর আপ্রাণ চেষ্টা। কিন্তু কেউ রাজী নয়। কারণ প্রখর রোদে হিট স্টোক হওয়ার আশংকা।
ঢাকা-ঢোল পিটিয়ে মশারি বিতরণ কার্যক্রমের জন্য ছাউনিসহ সুন্দর মঞ্চ বানানো হলেও সামনে শুধু চেয়ার পাতানো হয়েছে। তাই সকলেই আশপাশের গাছে নীচে ও ট্যানেলে আশ্রয় নিয়েছে। কিন্তু আইন-শৃৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আয়োজকরা কর্মচারীদের বসানোর চেষ্টা করছেন। কেউ রাজী না হওয়ায় একজন ক্ষিপ্ত হয়ে বললেন, ‘ফ্রি মশারি নিতে হলে রোদে বসতে হবে’। এনিয়ে বাগ-বিতন্ডার এক পর্যায়ে আইন-শ্খৃলা বাহিনীর এক সদস্য বলেন, ‘বসবেন না তা আসছেন কেন’। এরপর কেউ যাচ্ছেন, কিছু সময় বসে উঠে আসছেন। অবশ্য বেলা সোয়া ১১টা থেকে স্পিকার মঞ্চে আসন গ্রহণ করার পর থেকে মেষ না হওয়া পর্যন্ত অনেকেই সেখানে বসে ছিলেন। কেউ কেউ ছাতা মাথায় দিয়েই ছিলেন।
এদিকে স্পিকারের হাত থেকে মশারী গ্রহণের জন্য ১৭ জনকে পুরো বেলা ১১ টা থেকে বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত রোদে লাইন ধরে দাড়িয়ে থাকতে দেখা যায়। আর আয়োজকদের এই দায়িত্ব জ্ঞানহীনতার নিয়ে উপস্থিতি সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এরআগের দিন একই স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেউ কেউ স্পিকারের মাথায় ছাতা ধরার চেষ্টা করলে তিনি তা সরিয়ে দেন এবং বিরক্তি প্রকাশ করেন।
ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সংসদ সচিবালয়ে চতুর্থ শ্রেনীর কর্মচারীদের মধ্যে এক হাজার মশারি বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি প্রধান হুইপ নূর ই আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, হুইপ ইকবালুর রহিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে স্পিকার ডেঙ্গু প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এডিস মশা যেহেতু পরিস্কার, স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই ফুলের টব, ফ্রিজের নিচের পানি, এসির পানিসহ আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই ব্যাপারগুলোতে সকলকে আরো বেশি সচেতন হতে হবে। তিনি বলেন, প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সংসদের মেডিকেল সেন্টারে ডেঙ্গু পরীক্ষার কীট সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে এখান থেকেও বিনামূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করা যাবে।
ড. শিরীন শারমিন বলেন, সংসদ সদস্যবৃন্দকে এব্যাপারে অবহিত করা হয়েছে। তারা তাদের নিজস্ব নির্বাচনী এলাকাগুলোতেও ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ইতোমধ্যে তারা অনেকেই তাদের নিজস্ব এলাকায় আছেন এবং তারা যাতে এই কার্যক্রম অব্যহত রাখেন সে বিষয়টির প্রতি তাদের সাথে কথা বলেছি। নিজের নির্বাচনী এলাকার এই কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান স্পিকার।
###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ