Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাম হাঁকা হচ্ছে ৪০ লাখ টাকা

গাবতলী হাটে তামিম রাজা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

কোরবানির বাজারে প্রতিবছরই দেখা মেলে বিভিন্ন বাহারি নামের গবাদি পশু। আদর করে মালিকরা বিভিন্ন নাম রাখেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

রাজধানীর গাবতলী হাটের এবার এসেছে তামিম রাজা নামের একটি বিশালাকৃতির গরু। এটি এসেছে কুষ্টিয়া জেলা থেকে। এর দাম হাকা হচ্ছে ৪০ লাখ টাকা। এছাড়াও মোহাম্মদপুরে দুটি বিশালদেহী গরুর দেখা মিলেছে। তার একটির নাম রাখা হয়েছে মেসি। আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির নামানুসারে গরুটির নাম রাখা হয়েছে। লালচে রঙের বিশাল আকারের গরুটি আনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। অন্যটির নাম দেওয়া হয়েছে বস। এটিও এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বেশ ভাবগাম্ভীর্য সম্পন্ন বস আর মেসি ইতোমধ্যে বিক্রিও হয়েছে। মেসি বিক্রি হয়েছে ২৮ লাখে, আর বস বিক্রি হয়েছে ৩৫ লাখ টাকায়।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাত মসজিদ হাউজিং এর ১ নম্বর সড়কের সাদিক এগ্রোতে রয়েছে গরু দুটি। গরু দুটি বিক্রি হলেও এখনো নিয়ে যাননি ক্রেতারা। প্রতিষ্ঠানটির মালিক এবং বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরাম হোসেন জানান, প্রতি বছর বেশ কিছু আকর্ষণ রাখা হয় তার ফার্মে। ফার্মের মালিকের দাবি, এখন পর্যন্ত সবচেয়ে বড় গরুটির দেখা মিলেছে তার ফার্মে। যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা চলতি বছর সবচেয়ে বড় গরুটির ওজন ১৫০০ কেজি। গরুটি নাম দেয়া হয়েছে বস। এছাড়া পাঁচ বছর বয়সী মেসির ওজন ১ হাজার ৪০০ কেজির বেশি। এটিও আনা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে।

ইতোমধ্যে গরু দুটি বিক্রি করেছেন মালিক। এর মধ্যে বসকে ৩৫ লাখ টাকায় এবং মেসিকে ২৮ লাখ টাকায় বিক্রি করেছেন।

এছাড়া তার ফার্মে আরও কয়েকটি বড় গরু রয়েছে। এর মধ্যে একটি গরু আছে, যেটি লম্বায় ১২ ফুট। দীর্ঘত্বের কারণে নিউজিল্যান্ড থেকে নিয়ে আসা গরুটির নাম দেওয়া হয়েছে টাইটানিক। ইতিহাসের বিশালতম জাহাজের নাম পাওয়া এই গরুটির ওজনও দেড় হাজার কেজি। সাড়ে চার বছর বয়সী টাইটানিক বিক্রি হয়েছে সতের লাখ টাকায়।

খামারটিতে গরুর পাশাপাশি রয়েছে ছাগল, ভেড়া, দুম্বা ও উট। এখানে বিক্রি হওয়া গবাদি পশুর বেশিরভাগই বড় আকৃতির। আর দামটাও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। হাটের ভিড় কিংবা ঝামেলা এড়াতে পছন্দ করেন এমন মানুষেরাই এই খামারের ক্রেতা। #



 

Show all comments
  • Rubaiya Nasreen Mily ৭ আগস্ট, ২০১৯, ২:৪৭ এএম says : 0
    আমরা সব সময় দেশি গরু কিনি। আর এখন তো দেশি গরু সম্পুর্ন চাহিদা মেটাতে সক্ষম
    Total Reply(0) Reply
  • Mostafa Shek ৭ আগস্ট, ২০১৯, ২:৪৮ এএম says : 0
    আল্লাহ রহমতে ভারতীয় গরু আমাদের দরকার নাই। আমাদের যে গরু আছে আমাদের কোরবানি হয়েও বাঁচবে।তবে খামারী ভাই দের কাছে অনুরোধ দামটা একটু সহনশীল লাগিয়েই।
    Total Reply(0) Reply
  • Azad Hossain ৭ আগস্ট, ২০১৯, ২:৪৯ এএম says : 0
    আমরা চাই আমাদের স্বনির্ভরতা। আমাদের দেশে গরু উৎপাদন হবে, তা দিয়ে আমাদের মাংসের চাহিদা মিটবে। ভারত থেকে কেন গরু আনতে যাব। আমাদের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে সরকারের উচিত। বাংলাদেশের গরুর খামারিদের উৎসাহ দেওয়া। যাতে যে টাকা দিতে গরু আমদানি করতে হয়, তা যেন দেশে অর্থনীতিতে সহায়ক হয়।
    Total Reply(0) Reply
  • Shoyon Rahman ৭ আগস্ট, ২০১৯, ২:৪৯ এএম says : 0
    ত্যাগের দীক্ষা নিতে আসা কুরবানী সকালের সার্থক হোক এবং খামারিদের মুখে হাসি ফুটুক । সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল
    Total Reply(0) Reply
  • টয়া ৭ আগস্ট, ২০১৯, ২:৫০ এএম says : 0
    গরুটাও সেরকম !
    Total Reply(0) Reply
  • Afsoruz Zaman ৭ আগস্ট, ২০১৯, ২:৫১ এএম says : 0
    আমরা সবে মিলে আমাদের দেশী গরু কিনে কোরবানীর দিলে খামারীর আরো উত্সাহী হবে এবং আমাদের টাকাটা দেশে থাকবে।
    Total Reply(0) Reply
  • Ahmed Taosif Mamun ৭ আগস্ট, ২০১৯, ২:৫২ এএম says : 0
    ভারতের গরু যাতে দেশে না আসে সে দিকে কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে ।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৭ আগস্ট, ২০১৯, ৭:১৬ এএম says : 0
    ভারত এবং বারমার গরু দিয়ে কোরবানি দিবেন না। নেকির চেয়ে গুনাহ হইবে। মনে রাখিবেন। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Yourchoice51 ৭ আগস্ট, ২০১৯, ৯:১২ এএম says : 0
    Looks like there are lots of billionaires in Bangladesh. What a show of the Qurbani game.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ