পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এলডিপি সভাপতি কর্নেল (অব:) অলি আহমদ বলেছেন, দেশ স্বাধীন হলেও জনগণ স্বাধীন হয়নি। ব্যাংকে টাকা নেই, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নেই, মশা মারার ওষুধ নেই। নিজেদের ক্ষুদ্র স্বার্থ বাদ দিয়ে জনগণকে বাঁচানোর জন্য সবাইকে কাজ করতে হবে। এ জন্য হয় দেশের মানুষের মুক্তি হবে নয়তো মৃত্যু হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় মুক্তি মঞ্চের উদ্যোগে ‘দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি-উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক অলি আহমদ বলেন, আমাদের অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং মুক্তির পথ বের করতে হবে। আমাদের এই মুক্তি মঞ্চের অন্যতম লক্ষ্য হলো দেশের জনগণকে মুক্তি দেয়া। জনগণকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধের সময় সবাই যেভাবে এগিয়ে এসেছিলেন, সেভাবেই এগিয়ে আসতে হবে।
দোষারোপের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার, দুর্নীতি, মাদকমুক্ত, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। একে অপরকে দোষারোপ করে কখনো দেশকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। তিনি আরো বলেন, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়নি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও নির্বাচনকালীন সময়ে জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। কারণ দেশ স্বাধীন হয়েছে, জনগণ স্বাধীন হয়নি। তাই আমাদের সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার, মানবাধিকার, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে।
অলি আহমদ বলেন, বর্তমানে দেশের হাসপাতালে ওষুধ নেই, মশা মারার ওষুধ নেই, ডেঙ্গু রোগীদের চিকিৎসা নেই, আদালত আছে বিচার নেই, কথা বলার অধিকার নেই, ভয়াবহ বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ নেই, ঘরে ভাত নেই, পকেটে টাকা নেই, যোগ্য ব্যক্তিদের কদর নেই, সমাজের মনুষ্যত্ব নেই, সংসদ সদস্য আছে জনগণের ভোটে নির্বাচিত নন, পার্লামেন্ট আছে বিরোধী দল নেই, লোহার রডের পরিবর্তে বাঁশ দিয়ে ভবন নির্মিত হয় কারো মাথা ব্যথা নেই, রাষ্ট্র স্বাধীন তবে জনগণ স্বাধীন নয়, শিক্ষিত যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চাকরির কোনো ব্যবস্থা নেই, নালা-নর্দমা পরিষ্কার নেই, নদী খাল আছে সংস্কার নেই, গালাগালি ছাড়া বক্তব্য নেই, গঠনমূলক আলোচনা ও সমাবেশ করার পরিবেশ নেই, রাষ্ট্র আছে গণতন্ত্র নেই, মানুষের মনে শান্তি নেই, চোখে ঘুম নেই, জীবনের নিরাপত্তা নেই। এত সব সমস্যা থেকে উত্তরণের উপায় কী?
নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ডেঙ্গু এখন মহামারী রূপ নিয়েছে, তা সবার স্বীকার করে নেয়া উচিত। সরকার স্বীকার করতে চাইবে না। সরকার মশা মারার নাটক করছে অভিযোগ করে তিনি বলেন, সরকার এখন পর্যন্ত মশা মারার কার্যকর ওষুধ আমদানি করতে পারেনি। কিন্তু মশা মারার নাটক করে বেড়াচ্ছে। সিনেমার শিল্পীদের নামিয়ে দিয়েছে। মাটিতে ঝাড়ু দিচ্ছে। ছবি তোলার একটা পাঁয়তারা চলছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সমালোচনা করে মাহমুদুর রহমানা মান্না বলেন, এই রকমের বিস্ময়কর মন্ত্রী আমরা আগে কখনো দেখিনি। কাজ করতে পারে না শুধু কথা বলে। এদের হাতে দেশ নিরাপদ নয়, সরকার শুধু বাচালতা করছে। ওষুধ কেনার জন্যও প্রধানমন্ত্রীর নির্দেশ লাগে। তাহলে শুধু প্রধানমন্ত্রীই থাকুন, বাকিদের দরকার নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ করা উচিত।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুনির হোসাইন, সাবেক সচিব মোফাজ্জল করিম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।