পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সংবাদকর্মীদের জন্য প্রক্রিয়াধীন ‘নবম ওয়েজবোর্ড’-এর গেজেট প্রকাশের ওপর ৮ সপ্তাহের স্থিতিাদেশ (স্ট্যাটাসকো) দিয়েছেন হাইকোর্ট। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (নোয়াব)সহ অংশীজনদের মতামত, আপত্তি ও সুপারিশ বিবেচনায় না নিয়ে গেজেট প্রকাশের উদ্যোগকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- এই মর্মে রুলনিশিও জারি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হককে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত থেকে বেরিয়ে পিটিশনার পক্ষের কৌঁসুলি মো. ইউসুফ আলী জানান, সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে ‘নবম ওয়েজ বোর্ড’ গঠন করা হয়। এ বিষয়ে সরকার গেজেট প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে। এ পরিস্থিতিতে হাইকোর্ট প্রকাশিতব্য গেজেটের (প্রজ্ঞাপন) ওপর ২ মাসের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। এর ফলে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশ যে অবস্থায় আছে একই অবস্থা বজায় রাখতে হবে। সেই সঙ্গে ‘নোয়াব’সহ অংশীজনদের আপত্তি ও সুপারিশ প্রজ্ঞাপনের বিবেচনায় না নেয়াকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করেছেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হককে রুলের জবাব দিতে বলা হয়েছে। নোয়াবের সভাপতি মতিউর রহমান বাদী হয়ে রিট করেন। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বীথি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।