পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এডিস মশা নিধনের ওষুধ শেষ। তাই ওষুধ ধার আনা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে। হাইকোর্টে দেয়া প্রতিশ্রতি সত্তে¡ও ওষুধ ছিটানো হচ্ছে আগের হারেই। অথচ উভয় সিটি করপোরেশন হাইকোর্টে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ওষুধ ছিটানোর মাত্রা বাড়িয়ে দেবে। মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ঔষধের ড্রামগুলো খালি পড়ে আছে। গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে সহজেই বংশবিস্তার করতে পারছে এডিস মশা। মশক নিবারণী দপ্তরের প্রধান কর্মকর্তা দপ্তরে অনুপস্থিত। পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এমনই চিত্র পেলো দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম। গতকাল মঙ্গলবার রাজধানীর লালবাগ, ঢাকেশ্বরী মন্দির এলাকায় ঝটিকা অভিযানে যায় টিমটি।
সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মশক নিয়ন্ত্রণের দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং মশক নিবারণ দপ্তরে (লালবাগ, ঢাকেশ^রী মন্দির এলাকায়) টিমের মাধ্যমে পৃথক দুটি অভিযান চালায় দুদক। সংস্থার ‘হটলাইন’ (১০৬) নম্বরে আগত এক অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক সিদ্ধান্তে অভিযানে নামে দুদক টিম। প্রথমে ঢাকা মশক নিবারণী দপ্তরে অভিযান চলে। মশক নিবারণী দপ্তরের প্রধান কর্মকর্তাকে তার দপ্তরে ছিলেন অনুপস্থিত । এ দপ্তরে মজুদকৃত মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুদের ড্রাম খালি অবস্থায় পড়েছিল । যা অস্বাস্থ্যকর এবং এডিস মশার বংশ বিস্তারে সহায়ক বলে প্রতীয়মান হয়। গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশ। মশার অবাধ বিস্তার ও বিচরণ লক্ষ্য করা যায় এখানে। দুদকের দ্বিতীয় টিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণ করে। টিম জানতে পারে, মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের কাছ থেকে মশার ওষুধ ধার নিয়ে ব্যবহার করছে। দেশব্যাপি ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হারে বাড়লেও আগে যে হারে ওষুধ ব্যবহার করা হতো সেই একই হারেই এখনও ওষুধ ব্যবহার করা হচ্ছে। এ প্রেক্ষিতে গত চার বছরে কী পরিমাণ মশার ওষুধ কেনা হয়েছে এবং সেগুলো কী হারে ব্যবহার করা হয়েছে তা আগামিকালের ( আজ বুধবার) মধ্যে দুদক টিমকে জানাতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।