Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিহা এখনো জানে না রাইয়ান ভাই নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মমিন সরকার ও জান্নাত আরা জাহান দম্পতির এক ছেলে আর এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল। মমিন সরকার পেশায় এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের জোনাল সেলস ম্যানেজার। সাম্প্রতিক মহামারি ডেঙ্গু তাদের সুখের সংসার তছনছ করে দিয়েছে।
এই দম্পতির ডেঙ্গু আক্রান্ত ছয় বছর বয়সী একমাত্র মেয়ে মালিহা বিনতে সরকারকে নিয়ে হাসপাতাল থেকে গতকাল বাড়ি ফিরেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেও এই দম্পতির মুখে হাসি নেই, নেই কোনো উচ্ছ্বাস। গত শুক্রবার দুপুরে তাদের ১১ বছর ৭ মাস বয়সী একমাত্র ছেলে মো. রাইয়ান সরকার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তখন তাদের মেয়ে মালিহাও হাসপাতালে ভর্তি ছিল।
মেয়ের বাড়ি ফেরা নিয়েও উচ্ছ্বাসের পরিবর্তে এক ধরনের আতঙ্ক কাজ করছে। মালিহা এখনো বুঝতে পারছে না তার ভাই মারা গেছে। বারবার ভাইয়ের কাছে যেতে চাইছে। তাই মেয়ের কথা চিন্তা করে এই দম্পতি নিজেদের বাসায় না গিয়ে মিরপুরে মালিহার মামার বাসায় গেছেন। পরে তাকে বুঝিয়ে বলা হবে ভাইয়ের মৃত্যুর কথা। ভাইয়ের মৃত্যুর খবর শুনে তার প্রতিক্রিয়া কেমন হবে তাই নিয়েই পরিবারের সদস্যরা চিন্তিত।
মমিন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার কথা জানিয়েছেন। সবাই মালিহার জন্য দোয়া করেছেন বলে কৃতজ্ঞতাও জানিয়েছেন। একই সঙ্গে মৃত ছেলের জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন তার ফেসবুক পোস্টে। রাইয়ান সরকার রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল আর মালিহা প্রথম শ্রেণিতে পড়ছে।
মমিন সরকার জানান, ছেলের চিকিৎসায় খরচ হয়েছে ২ লাখ ৩৪ হাজার টাকা আর মেয়ের চিকিৎসায় খরচ হয়েছে ৪০ হাজার টাকার মতো। এই বাবার আক্ষেপ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব মিলে টাকার জোগান দিয়েছিলেন। মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরল, ছেলেটাও যদি বাড়ি ফিরত!
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে জ্বর শুরু হয়েছিল রাইয়ানের। তার আগেই মালিহার ডেঙ্গু ধরা পড়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ