Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ছাত্রীর শ্লীলতাহানি প্রধান শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

নগরীর পতেঙ্গা গ্রামার স্কুলের দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মতিউর রহমান (৪৫) ওই স্কুলের দুই পরিচালকের একজনও।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, গতকাল সোমবার সকালে মতিউর স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের নিয়ে দুই ছাত্রীর অভিভাবক স্কুলে গিয়ে মতিউরকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আগেও বিভিন্ন ছাত্রীর সাথে মতিউর এ ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ আছে অভিভাবকদের। একই কারণে ২০১৭ সালে তিনি গ্রেফতারও হয়েছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ