পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই ও দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষ্যে রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্যাভিলিয়নে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান ও তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। পরে কাল আবাহনী ক্লাবে দিনব্যাপী কুর’আন তেলওয়াত অনুষ্ঠিত হয়। এদিন বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণ করা হয় ক্লাবের প্রতিষ্ঠাতা, খোলোয়াড় ও স্বনামধন্য ক্রীড়া সংগঠক শেখ কামালকে।
এর আগে বিকাল চারটায় আবাহনী ক্লাব প্রাঙ্গনে শহীদ শেখ কামালের বনার্ঢ্য কর্মবহুল ও ক্রীড়া জীবনের উপরে বিশদ আলোচনা এবং স্মৃতিচারণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকা আবাহনী লিমিটেডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান, আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এমপি সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল আটটায় আবাহনী লিমিটেডে ক্রীড়া কমপ্লেক্সে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে দলের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মণি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল নয়টায় বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের কবরে দলের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে তার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, শেখ কামালের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।