পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এখন থেকে দুরপাল্লার বাসে যাত্রী ওঠার আগে মশার স্প্রে করতে হবে। বাস টার্মিনাল ও এর আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টার্মিনালে দিনে তিনবার মশার ওষুধ প্রয়োগ করতে হবে। গতকাল রোববার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে মালিক শ্রমিকের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’- শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় রাজধানীর সকল বাস টার্মিনাল মালিক সমিতি, রুট মালিক সমিতি, পরিবহন কোম্পানী এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহাখালী, সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও গুলিস্তান টিসিবি রোডের মালিক শ্রমিক নেতাদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করা হয়। একই সাথে উল্লেখিত টার্মিনালের জন্য চারটি ফগার মেশিন কেনার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।