পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অনিয়ম, দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তৎকালীন সিনিয়র জেল সুপার (বর্তমানে বরিশাল কারাগারে কর্মরত) প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ অক্টোবর ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার ও মাদকদ্রব্যসহ কিশোরগঞ্জের ভৈরবে গ্রেফতার হন চট্টগ্রামের তৎকালীন জেলার সোহেল রানা বিশ্বাস। জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ঘুষ, দুর্নীতির সঙ্গে শুধু তিনি একা নন, তৎকালীন ডিআইজি পার্থ গোপাল বণিক ও সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকেরও ভূমিকা রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে দুদক দুই কারা কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে গত ২৯ জুলাই মামলা করে দুদক। এর আগের দিন দুপুরে ধানমন্ডির নর্থ রোডের (ভূতের গলি) ফ্ল্যাটে তাকে সাথে নিয়ে অভিযান চালায় দুদক টিম। এ সময় তার ফ্ল্যাট থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। বর্তমানে পার্থ গোপাল বণিক কারাগারে রয়েছেন। প্রশান্ত কুমার বণিক সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় চট্টগ্রাম কারাগারের তৎকালীন ডিআইজি পার্থ গোপাল বণিক ঘুষ, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন। ওই অর্থ সোহেল রানা এবং প্রশান্ত কুমার বণিককে দিয়ে বহন করানো হতো। উল্লেখ্য, ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পার্থ গোপাল বণিককে সাময়িক বরখাস্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।