Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিটেফোঁটা বৃষ্টি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দুয়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া গতকাল (রোববার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জেলায় তেমন কোনো বর্ষণ হয়নি। অন্যদিকে বঙ্গোপসাগরে এখনও সৃষ্টি হয়নি বর্ষার মৌসুমী লঘুচাপ। যদিও লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা শনিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়।

ভরা বর্ষার শ্রাবণে অঝোর বর্ষণের বদলে অনেক জায়গায় চৈত্র বৈশাখের মতো কড়া সূর্যের দহনে ভ্যাপসা গরম পড়ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয় মাত্র এক মিলিমিটার। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সে.। ঢাকায় বৃষ্টির দেখা নেই। গতকাল বিচ্ছিন্নভাবে সীতাকুন্ড ও সিলেটে সর্বোচ্চ ২৬ মি.মি. বর্ষণ এবং কয়েক জায়গায় হালকা ও গুঁড়িবৃষ্টি হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়।
আবহাওয়া বিভাগ জানায়, বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ