পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতির আড়ালে মাদক আনার ঘটনায় এমভি কিউ জি শান জাহাজটির সব মালামালের কায়িক পরীক্ষা শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বন্দর জেটিতে ৫ নম্বর শেডে এ কাজ শুরু হয়।
যাচাই-বাছাই করা মাস্টার কার্টনগুলোতে মদ-বিয়ার ও বিভিন্ন চীনা খাদ্য এবং বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ও বিয়ারিং বল পাওয়া গেছে। এর আগে সন্দেহজনক ২৫টি মাস্টার কার্টনকে পৃথক করা হয়। বাকি ৬শ ৪৪ প্যাকেজের পরীক্ষার কাজ শুরু হয় আগে।
বন্দরের ৫ নম্বর শেড থেকে গতকাল রাতে কাস্টম হাউসের সহকারী কমিশনার মিজানুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, সন্দেহভাজন মাস্টার কার্টন খুলে মালামালের শতভাগ কায়িক পরীক্ষা চলছে। কিছু কার্টনে ঘোষণা বহিভর্‚ত পণ্য পাওয়া গেছে বলে জানান তিনি। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পণ্যের তালিকা প্রণয়ন চলছিল।
চায়না বাংলাদেশ পাওয়ার জেনারেশন কোম্পানির নামে চীন থেকে আসা ওই জাহাজ থেকে তিনটি বার্জে খালাসের সময় মদ-বিয়ারের অস্তিত্ব পাওয়া যায়। এরপর গত ২৪ জুলাই তিনটি বার্জ আটক করে জাহাজটিকে বন্দর ত্যাগ না করতে নির্দেশনা দেয়া হয়। জাহাজটিতে ৬৬৯ মাস্টার কার্টন পণ্য ছিল। যার ওজন এক হাজার ৪০ মেট্রিক টন। কাস্টম হাউস গঠিত ১৬ সদস্যের তদন্ত কমিটির সামনে কার্টনে তল্লাশি করে মালামালের তালিকা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।