Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ৬:৩৬ পিএম

লন্ডন থেকে মোবাইলফোনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য মাইক দিয়ে শোনানো হচ্ছে; এতে
ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে যার যার ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এর পাশাপাশি দেশবাসীকেও দায়িত্বশীল হতে হবে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে সামনে শোকের মাসে কৃষক লীগ আয়োজিত রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে লন্ডন থেকে মোবাইল ফোনে তিনি এই আহ্বান জানান।

রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অনুষ্ঠানস্থল থেকে লন্ডনে চিকিৎসার জন্য অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইল যোগে সংযুক্ত করেন। তার ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী বক্তব্য দেন, যা মাইক দিয়ে শোনানো হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই আদর্শ বাস্তবায়নের পথ হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, তাদের উন্নত জীবন দান করা, দেশকে উন্নত করা।’ তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে মানুষের ভাগ্যের পরিবর্তন করবো। আমরা যদি দেশবাসীর ভাগ্যের পরিবর্তন করতে পারি, তাহলে জাতির পিতার রক্তের ঋণ শোধ করা হবে।’

দলের সব নেতাকর্মীকে দেশ ও দেশের মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শধারণ করে প্রতিটি নেতাকর্মীকে আর্তমানবতার সেবায় কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। দেশকে আরও এগিয়ে নিয়ে যাবো।

এ সময় প্রত্যেক নাগরিককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, দুর্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ করা দরকার। আমি প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। এতে একটি পরিবারের আয়ের উৎসও তৈরি হয়। জলোচ্ছ্বাস, দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলে সবুজ বেষ্টনী একান্ত দরকার।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশ উন্নতি করছে। আমাদের সরকার তৃণমূলের স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, গবেষণা, খাদ্য নিরাপত্তার সুযোগ করে দিয়েছে। দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ‘কৃষকের কণ্ঠ’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এরপর রক্তদান কর্মসূচি শুরু হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ দলের কেন্দ্রীয় নেতারা।

শোকের মাসের কর্মসূচির অংশ হিসেবে কৃষক লীগ রক্তদান কর্মসূচির আয়োজন করে। সন্ধানীর স্বেচ্ছাসেবীদের সহায়তায় নানা শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১ আগস্ট, ২০১৯, ৮:৫৪ পিএম says : 0
    মাননীয় প্রধান মন্ত্রী মশা ক্ষুদ্র প্রানী সমগ্র বিশ্বে কোন মানুষ বলতে পারবেন না জীবনে কখনো মশার কামড় হতে রেহাই পেয়েছেন। মশা সৃষ্টি করে ছিলেন নমরুদ কে শিক্ষা দেওয়ার জন্যে। আদি অন্তকাল হতে এই সৈন্য বাহিনী গজবের মত একেক সময় একেক দেশে মানুষের উপর ক্ষুদ্র কামড়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে তার ধারা বাহিকথায় এডিস মশা ঢাকা সহ সারাদেশে মানুষের জীবন নিচ্ছেন। প্রানী ক্ষুদ্র হউক বৃহদহোক মহান আল্লাহর হকূম ছাড়া কাওকে হত্যার উদ্দেশ্যে কামডাতে পারেন না। তাই আমাদের কে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা দোয়া প্রার্থনা করতে হবে রাহমানির রাহিমের দরবারে। রাষ্ট্রের ঘোষনা করা উচিত সারাদেশের মসজিদে মসজিদে দোয়া প্রার্থনা করা। আপনি মমতা ময়ী মা। বঙ্গবন্ধুর স্বপ্ন দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সমস্ত রাজনৈতিক শক্ররা বঙ্গবন্ধুর আদশ্যের কাছে পরাজিত। জখন কোন বালা মুচিবদ দূর্যোগ মহামারী দেখা দেয়। তারা সমালোচনা করেন নানা ভাবে। আল্লাহ রাহমানির রাহিম ক্ষুদ্র ক্ষুদ্র বিপদ দিয়ে ঈমানদার দের পরিক্ষা করেন। আল্লাহ আপনি আমাদের দেশের প্রতি রহমত করুন। আমাদের ক্ষমা করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ