পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের তরুণ ব্যবসায়িক গোষ্ঠি যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপক্ষিক সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, ব্রিটিশ সংস্থাগুলির উচিত বাংলাদেশে বিনিয়োগ করা। বুধবার (৩১ জুলাই) বৃটিশ হাইকমিশনে ব্রিটিশ বিজনেস গ্রুপ আয়োজিত এক চা চক্রে এ সব কথা বলেন অর্থমন্ত্রী। সেখানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
বৈঠকে সভাপতিত্ব করেন বিবিজির (ব্রিটিশ বিজনেস গ্রুপ) চেয়ারম্যান ফ্রাঙ্কোয় ডি মেরিকোর্ট এবং ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ কৌশলগতভাবে চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে অবস্থান করছে এবং এখন সময় এসেছে এগিয়ে যাবার। তিনি বলেন, দেশকে এগিয়ে যাওয়ার জন্য এফডিআইয়ের (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) প্রয়োজন ছিল। একই সঙ্গে ব্রিটিশ সংস্থাগুলির উচিত বাংলাদেশে বিনিয়োগ করা এবং তরুণ ও বর্ধমান জনসংখ্যার জন্য সুযোগ সৃষ্টি করে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করা।
বিবিজির (ব্রিটিশ বিজনেস গ্রুপ) চেয়াারম্যান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট বলেছেন, যুক্তরাজ্য বৃহত্তম বিনিয়োগকারী সংস্থাগুলি বাংলাদেশে বিনিয়োগ করছে এবং তারা দেশের প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহযোগিতা করছে। তিনি বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি, এইচএসবিসি এই বছর ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ছিল এবং একাত্তরে দেশটির জন্মের পর থেকেই কিছু ব্রিটিশ সংস্থা এখানে কাজ করছে। ব্রিটিশ ব্যবসায়ের সম্প্রসারন এ দেশে আরো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।