Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইটভাটা বন্ধের আইন পাস হয়েছে সাংবাদিকদের বন ও পরিবেশমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১১:৫৭ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আমাদের ৫৮ ভাগ বায়ুদ‚ষণ হয় ইটভাটার জন্য। ইটভাটা বন্ধের জন্য পরিকল্পনা ও আইন পাস করা হয়েছে। বায়ুদ‚ষণ রোধে আমরা পরিকল্পনা নিয়েছি। ঢাকাসহ বড় বড় জেলা শহরে বায়ুর মান নিরূপণের জন্য ১৬টি ক্যাম্প স্থাপন করেছি। তিনি বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক পলিথিন নিষিদ্ধ হলেও কিছু কিছু ক্ষেত্রে তা ব্যবহারের সুযোগ থাকায় সব কারখানা বন্ধ করা সম্ভব নয়। গতকাল মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পরিবেশ মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী গত ছয় মাসে সারাদেশে পরিবেশ অধিপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ এবং জরিমানা আদায়ের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, সারাদেশে গত ছয় মাসে অধিদপ্তরের ১২২টি ভ্রাম্যমাণ আদালতের ১২৬ টন পলিথিন জব্দ এবং ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় শাহাব উদ্দিন বলেন, সব পলিথিন কারখানা বন্ধ করা সম্ভব নয়। আমরা পলিথিন নিষিদ্ধ করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে পলিথিন ব্যবহারের সুযোগ আছে। সরকারের নীতিমালার আওতায় যেসব পলিথিন নিষিদ্ধ, সেগুলোর উৎপাদন বন্ধ করে দেবো। তবে যেগুলো নিষিদ্ধ নয় সেগুলো আমরা বন্ধ করতে চাই না। পাট দিয়ে আমরা বিকল্প ব্যাগ তৈরি করছি। সে বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। শাস্তি দিয়েও পলিথিনের ব্যবহার বন্ধ করা যাবে না।
পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম আরো জোরদার করতে আটটি বিভাগীয় শহর এবং ৩৬টি জেলায় কার্যালয় স্থাপন এবং প্রয়োজনীয় জনবল দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় অধিদপ্তরের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
শব্দদ‚ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শব্দদ‚ষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ন আইনগতভাবে নিষিদ্ধ করেছি। যারা হর্ন বাজায়, সেটি তাদের মানসিকতার বিষয়। বাইরের দেশে পেছনে কেউ হর্ন বাজালে অন্যরা রাগান্বিত হয়।
তিনি বলেন, মানুষ যদি সচেতন হয়, তাহলে শব্দদ‚ষণ বন্ধ হবে। যে হর্ন বাজায় সেও বুঝতে পারছে না এটি কত ক্ষতিকর। শব্দদ‚ষণ রোধে আমরা পুরো বাংলাদেশকে ক্যান্টনমেন্ট বানাতে চাই।
বনের জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে বনমন্ত্রী বলেন, যারা বনের জমি দখল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই জমি উদ্ধারের বিষয়টি প্রক্রিয়ায় আছে। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। শিগগিরই জমি উদ্ধার করতে পারব বলে আশা করি।
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়েও কথা বলেন মন্ত্রী শাহাব উদ্দিন। রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের কারণে পরিবেশের জন্য ক্ষতিকর এমন কিছু এখন পর্যন্ত সেখানে হয়নি। বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশ ও সুন্দরবনের জন্য ক্ষতিকর কিছু হবে না। সে জনই এই উদ্যোগ নেয়া হয়েছে। সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখতে যেসব শর্ত দেয়া হয়েছে সেগুলোও আমরা বাস্তবায়নে সক্ষম।



 

Show all comments
  • Nannu chowhan ১ আগস্ট, ২০১৯, ১২:২৮ পিএম says : 0
    Ayn pash holei cholbena,jonogon ayner karjjo karita basto bayon dekhye chai......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ