পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গ্রেফতার ১
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের ভবানী মন্ডলের পুত্র জয়ন্ত মন্ডল (ফেসবুক আইডি জয় মন্ডল) ইসলাম ধর্ম সম্পর্কে ফেসবুকে চরম কটুক্তি করে । এতে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তুমুল প্রতিবাদ ও ধর্মীয় অনুভুতিতে আঘাত আনায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গত মঙ্গলবার রাতে তার বুধহাটাস্থ বাসভবনে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, জয় মন্ডল সম্প্রতি প্রিয়া সাহার পক্ষ নিয়ে প্রথমে আলেম সমাজ সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ কমেন্টস করে। এনিয়ে ফেসবুকে প্রতিবাদ শুরু হলেও সে কর্ণপাত করেনি। এনিয়ে ফেসবুকে তুমুল প্রতিবাদের ঝড় ওঠে। খবর পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম বুধহাটায় জয় মন্ডলের বাড়িতে অভিযান চালান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।