Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কিছু লোকের প্রতারণায় হাজীদের চোখে পানি

হাজী ক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, হজ প্যাকেজের টাকা সরাসরি হজ এজেন্সির একাউন্টে জমা দিতে হবে। মধ্যসত্ত¡ভোগী দালালদের হাতে হজের টাকা জমা দিয়ে প্রতারিত হলে তার দায়ভার সরকার বা হাব বহন করবে না। কিছু লোকের প্রতারণার জন্য আল্লাহর মেহমান হাজীদের চোখের পানি ঝরছে। আগামীতে হজ নিয়ে প্রতারণা রোধে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। চলতি বছর সুষ্ঠু ও সুন্দরভাবে হজে কার্যক্রম সম্পন্ন হতে যাচ্ছে। হজ নিয়ে কোনো বড় ধরনের সমস্যা হয়নি বলেও ধর্ম প্রতিমন্ত্রী উল্লেখ করেন। গতকাল দুপুর ১২টায় আশকোনাস্থ হজ অফিসে হজ ব্যবস্থাপনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হামিদ জমাদ্দার ও হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার কার্যক্রম দিন দিন উন্নত হচ্ছে। হজযাত্রীদের জেদ্দার প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন এবার ঢাকায় সম্পন্ন হওয়ায় যাত্রীদের ৬/৭ ঘণ্টা ভোগান্তি লাঘব হয়েছে। তিনি এ জন্য সউদী বাদশাহকে আন্তরিক মোবারকবাদ জানান।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১ লাখ ৭ হাজার ২৪৪ জন হজযাত্রী সউদী পৌঁছেছেন। গতকাল বিকেল পর্যন্ত বিভিন্ন হজ এজেন্সির ৭৭৭ জন হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। স্বদেশ ওভারসীজের দালাল শামসুদ্দিন তোহার প্রতারণার কারণে ৪৬ জন হজযাত্রীর এখনো বাড়িভাড়া ও ভিসা হয়নি। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আর দশ লাখ টাকা বাকি রয়েছে, তা যোগাড় হলেই এসব হজযাত্রী সউদী চলে যাবেন।
তিনি বলেন, ৬৪ জেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। দেশে বন্যা হয়েছে। হজ কার্যক্রম চলছে। এসব ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে চিকিৎসাধীন থেকেও প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে এবং পদ্মা সেতুতে মাথা লাগবে বলে কেউ কেউ গুজব ছড়াচ্ছে। ধর্ম প্রতিমন্ত্রী ডেঙ্গুসহ এসব গুজব প্রতিরোধে শুক্রবার প্রত্যেক মসজিদের ইমাম-খতীবদের জুমআর বয়ানে সর্তকতামূলক বক্তব্য রাখার অনুরোধ জানান।



 

Show all comments
  • পাবেল ১ আগস্ট, ২০১৯, ১০:০৮ এএম says : 0
    এই প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
    Total Reply(0) Reply
  • Md Nurul Alam Haider ১ আগস্ট, ২০১৯, ১০:১০ এএম says : 0
    প্রত্যক ওয়াদা তখনই মুল্যবান হবে যখন তাহা বাস্তবে পুরন হয়।
    Total Reply(0) Reply
  • সালমান ১ আগস্ট, ২০১৯, ১০:১১ এএম says : 0
    হজ নিয়ে প্রতারণা রোধে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
    Total Reply(0) Reply
  • Mamun Rashid ১ আগস্ট, ২০১৯, ১০:১১ এএম says : 0
    আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে..
    Total Reply(0) Reply
  • নাসির ১ আগস্ট, ২০১৯, ১০:১২ এএম says : 0
    ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাদয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ