পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাস্তুরিত ১৪ কোম্পানির তরল দুধের ওপর দেয়া হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন চেম্বার কোর্ট। এর ফলে এসব প্রতিষ্ঠানের দুধ উৎপাদন-বিপণনে আইনগত কোনো বাঁধা নেই। গতকাল বুধবার এ কথা জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, ১৪টি পাস্তুরিত তরল দুধ কোম্পানির দুধ সংগ্রহ, উৎপাদন এবং বিপণনের ওপর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। মিল্কভিটা সহ সবগুলো কোম্পানি ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করেছেন। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জাস্টিস মো. নূরুজ্জামান হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। এর ফলে আপিলকারী প্রতিষ্ঠানগুলোর দুধ উৎপাদন এবং বিপণনে আইনগত বাধা অপসারিত হলো। এর আগে গত ৩০ জুলাই মিল্ক ভিটার পর প্রাণ ডেইরি লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাস্তুরিত দুধ উৎপাদন এবং বিক্রির নিষেধাজ্ঞাও স্থগিত করেছিলেন সুপ্রিমকোর্টের চেম্বারকোর্ট। পরে অন্য কোম্পানিগুলোও আপিল করলে আদালত অনুরূপ আদেশ দেন।
প্রসঙ্গত: গত ২৮ জুলাই মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন ৫ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে বাজারে থাকা এসব দুধ কেনা- বেচায় সতর্ক থাকতে বলা হয়। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।