Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাজিরায় স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগ স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম মামুন মাদবর (৩৫)। ঘটনার পর আহত লাইলী আক্তারকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাজিরার বি.কে নগর মৃধা কান্দি এলাকায় এ হত্যা চেষ্টার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মামুনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আনুমানিক দুই বছর আগে মাদারীপুরের শিবচরের কাদিরপুর তাহের আকন চর কান্দি এলাকার লালচান মাদবরের ছেলে মামুন মাদবরের সঙ্গে লাইলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে স্ত্রীকে নির্যাতন করে আসছেন মামুন। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিশ বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। পরবর্তীতে আনুমানিক ২০ দিন আগে লাইলীকে তার ভাই বাড়িতে নিয়ে আসেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত মঙ্গলবার দিবগত রাত সাড়ে ১২টার দিকে মামুন মাদবর ও স্থানীয় দেলোয়ার মাদবরসহ আরও কয়েকজন তাদের বাসায় গিয়ে তার বোনের ঘরে প্রবেশ করে। একপর্যায়ে তারা লাইলী আক্তারের গলায় ধারালো কোন কিছু দিয়ে কেটে হত্যার চেষ্টা চালালে লাইলী চিৎকার করে ওঠেন। পরে ঘরের ভেতরে গিয়ে মামুন ও দেলোয়ারসহ আরও কয়েকজনকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন। তাৎক্ষণিক আহত লাইলীকে উদ্ধার করে প্রথমে জাজিরা হাসপাতাল ও মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় লাইলীর ভাই চুন্নু মিয়া খলিফা বাদী হয়ে মামুন ও দেলোয়ারের নামোল্লেখ ও আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে বুধবার জাজিরা থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, অভিযুক্ত স্বামী মামুনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ