Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ভবনের ১০ তলায় কিশোরীকে ঝুলতে দেখে কৌতুহল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

রাজধানীর কাকরাইলে একটি বহুতল ভবনের বাইরে এক কিশোরীকে গ্রিল ধরে ঝুলতে দেখা নিয়ে জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে। পুলিশ ও ভবন সূত্রে জানা গেছে, ঝুলে থাকা কিশোরীর নাম খাদিজা আক্তার (১৪)। সে ভবনটির ১০ তলার বাসীন্দা এম হাবিবুর রহমান ও লাভলী রহমান দম্পতির বাসার গৃহকর্মী। তবে কেন ওই কিশোরী গ্রিল ধরে ঝুলেছিল তার সঠিক কারণ জানা যায়নি। গতকাল মঙ্গলবার রমনা থানাধীন কর্ণফুলী গার্ডেন সিটির উল্টো দিকে ‘গাউছিয়া ডাইনেস্টি’ ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দেড়টার দিকে ১৫ তলা ভবনের দশম তলার বারান্দার বাইরে একটি মেয়েকে ঝুলতে দেখে উৎসুক জনতা ভীড় করতে থাকে। একটু এদিক-ওদিক হলেই পড়ে গিয়ে নির্ঘাত মৃত্যু হতো মেয়েটির। অনেকে চিৎকার করলেও মেয়েটি শুনতে পায়নি। এসময় বারান্দায় একটু পরপর এক নারীকে আসা-যাওয়া করতে দেখা যায়। একপর্যায়ে তিনি বারান্দা থেকে বের হয়ে গ্রিলের তালা খুলে দিলে মেয়েটি বাসার ভেতরে চলে যায়।
পুলিশ সূত্র জানায়, রমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাসায় যায়। গৃহকর্তী জানায়, বাসার গৃহকর্মী খাদিজা ও হেলেনার মধ্যে ঝগড়ার একপর্যায়ে খাদিজা বারান্দার বেষ্টনী দিয়ে বাইরে ঝুলে থাকে। পরে তিনি তাকে ভেতরে নিয়ে যান। লাভলী সবার সামনেই খাদিজাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আবু বকর নামের এক ব্যক্তিকে ফোন করে বুধবারের মধ্যে খাদিজাকে নিয়ে যেতে বলেন। পরে লাভলী জানায়, আবু বকর খাদিজার মামা এবং তিনিই এক বছর আগে খাদিজাকে লাভলীর কাছে রেখে যান। খাদিজার বাড়ি সিলেটে।
এর কিছুক্ষণ পর পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলাম নিজে খাদিজাকে বসার ঘরে এনে জিজ্ঞাসাবাদ করলেও সদুত্তর দেয়নি সে। পরে লাভলী রহমানকে অন্যরুমে পাঠিয়ে খাদিজাকে মারধর করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে মাথা নেড়ে জানায়, কেউ তাকে মারে না।
এদিকে, খাদিজার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করবেন বলে পুলিশকে জানিয়েছেন লাভলী রহমান। ইন্সপেক্টর জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ