Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিল্কভিটাসহ তিন কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

বাকি কোম্পানিগুলোর আপিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

হাইকোর্টের নিষেধাজ্ঞা রদে আপিল করেছে পাস্তুরিত তরল দুধের আরো ১১ প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বারকোর্টে এ আপিল করা হয়েছে। এর আগে গত সোমবার মিল্কভিটার বিরুদ্ধে দেয়া আদেশ স্থগিত করেন চেম্বার জাস্টিস মো. নূরুজ্জামান। পৃথক আপিলের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে ফার্ম ফ্রেশ এবং প্রাণ ডেইরির ওপর নিষেধাজ্ঞাও স্থগিত করেন চেম্বার কোর্ট। এর পরই অন্য প্রতিষ্ঠানগুলো আপিলে উৎসাহী হয়ে ওঠে। পাস্তুরিত দুধে সিসা ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকায় গত ২৮ জুলাই ১৪ কোম্পানির দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন ৫ সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এসব কোম্পানির দুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেন। নির্দেশ অনুসারে বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়া পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবরেটরি। তাদের দেয়ার প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট ওই আদেশ দিয়েছিলেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে ২৯ জুলাই আপিল দায়ের করে মিল্ক ভিটা কর্তৃপক্ষ। পরে আরো দুটি কোম্পানি আপিল করলে চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
আদালত থেকে বেরিয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্টের আদেশ চেম্বার জাস্টিস স্থগিত করে দেয়ায় মিল্কভিটা সহ তিনটি কোম্পানির দুধ উৎপাদন, বিপণন ও বাজারজাতে কোনো বাধা থাকছে না।



 

Show all comments
  • ইখতিয়ার হুসেন ১ আগস্ট, ২০১৯, ১১:৫৪ পিএম says : 0
    মনে হয় লেনদেন সফল ভাবে সেস হয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ