পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাটিকুমরুলে সংস্কার কাজের জন্য একটি লেন বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাটিকুমরুল মোড়ের পূর্ব দিক থেকে নলকা সেতু হয়ে ভদ্রঘাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশে যানজট দেখা দেয়। এতে উত্তরাঞ্চল ও ঢাকাগামী যাত্রীরা সীমাহীন ভোগান্তিতে পড়েন। কয়েক মাস আগে একই স্থানে সংস্কার কাজ করার পরেও জোড়াতালি কাজের জন্য তা বেশি দিন টিকেনি। এ নিয়ে যাত্রীরা ভীষণ ক্ষুদ্ধ।
জানা গেছে, এরিস্ট্রোক্রেট হোটেল সংলগ্ন ইছামতি নদীতে ভঙ্গুর ও পুরাতন স¤প্রসারিত সেতুটির পূর্ব দিকে ইটের সারি বিছানোর কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এ মেরামত কাজের জন্য থেমে থেমে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দেয়। শুধু ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহন নয়, জেলার অভ্যন্তরীণ রুটের বাসগুলোও যানজটের কবলে পড়ে।
বগুড়া হাইওয়ে আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে যানজট নিরসনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, হাটিকুমরুল মোড় ও পূর্বদিকের ইছামতি নদীর ওপর সেতুর পূর্বদিকে মেরামত কাজের জন্য সকাল থেকেই থেমে থেমে যানজট ও যানবাহনে ধীরগতি দেখা দেয়। ঈদের আগে মেরামত ও সংস্কার কাজ করায় আমরাও হিমশিম খাচ্ছি।
সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, গত ঈদের আগে এসব স্থানে মেরামত কাজ করা হলেও যানবাহনের চাপে নষ্ট হওয়ায় কিছু কিছু জায়গায় ফের সংস্কার করা হচ্ছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ শেষ হবে।
উল্লেখ্য, রমজানের ঈদের আগে সিরাজগঞ্জ জেলার ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১৮ কিলোমিটার অংশে সওজ দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে ২৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ করে। কিন্তু ছয় মাস না যেতেই হাটিকুমরুলসহ মহাসড়কের বেশ ক’টি স্থানে খানাখন্দ দেখা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।