Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ২:১৫ পিএম | আপডেট : ২:২৪ পিএম, ২৯ জুলাই, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগে তিনব্যাপী পরিষ্কার-পরিছন্নতা অভিযান কর্মসূচি চালানো হবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।

কর্মসূচির বর্ণনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকাসহ দেশের জেলা ও উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট এ তিনদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কর্মসূচি দেয়া হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ