Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্যকর ওষুধ ছিটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ধানমন্ডিতে বন্যার্তদের মাঝে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারাদেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু বন্যার সময়ই নয়, বন্যা-পরবর্তী সময়ও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।

তিনি বলেন, বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে। বিএনপি অফিস থেকে গুজব ছড়ানো হচ্ছে। ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গুকে আমরা সহজভাবে নিচ্ছি না। আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। নেত্রী বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক, সতর্কতামূলক সভা-সমাবেশ করব।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারিভাবে স্বাস্থ্যমন্ত্রীসহ দুই সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ যেন সরবরাহ করা হয়। জনগণকে ডেঙ্গুর আতঙ্ক থেকে রক্ষা করতে হবে। জনগণকে বাঁচাতে হবে। সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। বন্যা দুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করাও আরেকটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
তিনি বলেন, এ দু’টি চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ছয়টি ত্রাণ টিম প্রথম দিন থেকে সর্বাত্মক কাজ করছে। প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্ব রেকর্ড করেছেন। আমরা মানুষের মানবতার টানে পাশে দাঁড়াই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থানকারীদের বিষয়ে সিদ্ধান্তের পরিবর্তন হবে না। সিদ্ধান্ত থেকে এক চুলও নড়িনি। তবে যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা সময় নেয়া হচ্ছে। তিনি বলেন, যেসব নেতা যাচাই-বাছাই ও তদন্তের দায়িত্বে রয়েছেন, তাদের বেশির ভাগই ত্রাণ বিতরণে ব্যস্ত। তাদের ত্রাণকার্যক্রম শেষ হলে তদন্তসাপেক্ষে সিদ্ধান্ত নেব।

দেশ সঙ্কটে নেই, বরং বিএনপি সঙ্কটে উল্লেখ করে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে। বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জন্য মায়াকান্না করেন বিএনপির নেতারা; কিন্তু আমার প্রশ্ন- গত দেড় বছর আপনারা দেড় মিনিট রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারেননি। শুধু লিপ সার্ভিস দিয়ে গেছেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ইসলামপুর, কুড়িগ্রামের রাজীবপুর, সিরাজগঞ্জের আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত নেতাদের কাছে ত্রাণসামগ্রী তুলে দেন ওবায়দুল কাদের। এ সময় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।



 

Show all comments
  • Tushar Kanti Mallick ২৯ জুলাই, ২০১৯, ১:০২ এএম says : 0
    গত বছরের ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে কেন শিক্ষা নেয়নি সিটি কর্পোরেশন? এমন নেতা আমরা কি করব যারা অগ্রীম সতর্কতা নিল না বরং যখন ডেঙ্গু যখন মহামারী আকার ধারণ করল তখন অকাজের ঢেঁকির মত কার্যত কোন কাজ না করে শুধুই ফালতু বক্তব্য দিয়ে জনগনের সাথে তামাশা করছে...
    Total Reply(0) Reply
  • Md Mahi ২৯ জুলাই, ২০১৯, ১:০৩ এএম says : 0
    সবার আগে পদক্ষেপ নিতে হব ঝাড়ুর বাড়ি দিয়ে দুই সিটি মেয়কে পদত্যাগপত্র দেওয়া তার ভালো কোন মেয়েরের হাথে ক্ষমতা দেওয়া,, আর বাংলাদেশের জত হাসপাতাল আছে সবাই কে একটু ছাড় দিতে হবে মানে ডিসকাউন্ট কারণ বেশীর ভাগ মধ্যেবিত ফেমেলীর মানুষ,,, আর সবচেয়ে বেশি কাজ হল নামাজ পরে আল্লাহ্ র কাছে এই বিপদ থেকে পানাহ্ চাওয়া,,,
    Total Reply(0) Reply
  • Salim Ahmmed ২৯ জুলাই, ২০১৯, ১:০৩ এএম says : 0
    সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা সম্পূর্ণ ফ্রী এবং প্রাইভেট হাসপাতালে ৭০% ডিসকাউন্টে করার দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Hafiz Al-Asad Talha ২৯ জুলাই, ২০১৯, ১:০৩ এএম says : 0
    Army Medical Corps should open field hospitals to treat the panicking patients and their family and also should supervise the daily measures of all City Corporations and Municilpalities...
    Total Reply(0) Reply
  • Hafiz Al-Asad Talha ২৯ জুলাই, ২০১৯, ১:০৩ এএম says : 0
    Army Medical Corps should open field hospitals to treat the panicking patients and their family and also should supervise the daily measures of all City Corporations and Municilpalities...
    Total Reply(0) Reply
  • Jhon Hopkins ২৯ জুলাই, ২০১৯, ১:০৪ এএম says : 0
    প্রথম পদক্ষেপ হবে দায়িত্বে অবহেলা,ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বিবৃতি দেয়ার জন্য দুই সিটি কর্পোরেশন মেয়র কে বাধ্যতামূলক অপসারণ করা। তারপরের পদক্ষেপ হবে ডেঙ্গু মোকাবেলায় যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
    Total Reply(0) Reply
  • Jewel Joarder ২৯ জুলাই, ২০১৯, ১:০৪ এএম says : 0
    পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘তোমাদের ওপর যেসব বিপদ-আপদ নিপতিত হয়, তা তোমাদেরই কর্মফল। তিনি অনেক গুনাহ মাফ করে দেন।’ (সুরা আশ্-শূরা: ৩০)।
    Total Reply(0) Reply
  • Jewel Joarder ২৯ জুলাই, ২০১৯, ১:০৪ এএম says : 0
    পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘তোমাদের ওপর যেসব বিপদ-আপদ নিপতিত হয়, তা তোমাদেরই কর্মফল। তিনি অনেক গুনাহ মাফ করে দেন।’ (সুরা আশ্-শূরা: ৩০)।
    Total Reply(0) Reply
  • Abdul Jalil ২৯ জুলাই, ২০১৯, ১:০৪ এএম says : 0
    মশা নির্মূলের জন্য দ্রুত কার্যকরী ঔষুধ আমদানি করার পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের সরকারি খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক।
    Total Reply(0) Reply
  • Muztahid Billah ২৯ জুলাই, ২০১৯, ১:০৪ এএম says : 0
    মহামারি রূপ নেওয়ার আগেই ডেঙ্গু প্রতিরোধের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিৎ।
    Total Reply(0) Reply
  • এ.এম. আল আমিন ২৯ জুলাই, ২০১৯, ১:০৫ এএম says : 0
    যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া ব্যাবস্থা নেয়া হয়না, সেখানে প্রশাসন, দায়িত্বরত কর্মকর্তাদের কি কাজ?
    Total Reply(0) Reply
  • Hossain Mohammad Iqbal ২৯ জুলাই, ২০১৯, ১:০৫ এএম says : 0
    ডেঙ্গু প্রতিরোধ করার জন্য সরকারের যেমন উচিত তেমন সাধারন জনগন ও নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে হবে।
    Total Reply(0) Reply
  • Mohammad Liton Chowdhury ২৯ জুলাই, ২০১৯, ১:০৫ এএম says : 0
    পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বাড়ানো উচিত এবং একটি টিম গঠন করে প্রতিটি মহল্লায় মহল্লায় এরা রাস্তার দুই পাশের নালাগুলো ভালোভাবে পরিষ্কার করবেন দ্বিতীয় টিমের কাজ হবে এরা পরিষ্কার করে যাওয়ার পর মেডিসিন ছিটিয়ে দেওয়া
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ