পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, শাসন প্রক্রিয়া ভেঙে পড়ায় কেউই নিরাপদে নেই। দুর্ভাগ্যবশত আমাদের দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে। অন্যায় করে যখন পার পাওয়া যায় তখন তো মানুষ অন্যায় করার সাহস পাবেই। বর্তমানে দেশে এমন সংস্কৃতি বিরাজমান। প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অব আমেরিকায় ২৭ জুলাই দেয়া সাক্ষাৎকারে সুজন সম্পাদক বলেন, অনেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে থেকে তাদের পৃষ্ঠপোষকতায় অন্যায় করে পার পেয়ে যাচ্ছে। দেশে অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কিন্তু দলীয় সম্পৃক্ততার কারণে বিচার হচ্ছে না। শাসনপ্রক্রিয়া ভেঙে পড়েছে। কোনো নিয়মনীতি কাজ করছে না। আর শাসন প্রক্রিয়া ভেঙে পড়লে আমরা কেউ নিরাপদ নই।
বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান বাংলাদেশ অনেকগুলো সমস্যায় নিমজ্জিত। শাসন প্রক্রিয়াতে ব্যাপক সমস্যা বিদ্যমান। আপনারা জানেন যে নির্বাচনটা হয়েছে তা নিয়ে অনেক সমস্যা সাধারণের মাঝে অনেক অসন্তুষ্টি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তা পর্যবেক্ষণে অনেক চমকপ্রদ তথ্য পেয়েছি। কেন্দ্রভিত্তিক ফলাফল ও নির্বাচন কমিশনের ফলাফলের মধ্যে সমন্বয়হীনতা দেখতে পেয়েছি। সূত্র : ভয়েস অব আমেরিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।