Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিন

জেলা পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশে এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার আহবান জানিয়েছেন।

গতকাল রোববার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে জেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহŸান জানান।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে। স্থানীয় সরকার শক্তিশালী করার অর্থ হলো জনসাধারণের দৌড়গোড়ায় সেবা পৌছে দেয়া। কাজেই সেবা প্রার্থীরা যাতে কাঙ্খিত সেবা সহজে পেতে পারে সে ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যানরা ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদের চেয়ারম্যানরা তাদের পদমর্যাদা পুননির্ধারনসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং আশ^স্ত করে বলেন যৌক্তিক দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ