পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর, বনানী কবরস্থান এবং টুঙ্গিপাড়াসহ সারাদেশে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জাতীয় শোক দিবস এবং ঈদুল আযহা উপলক্ষে নাশকতার কোনো আশঙ্কা নেই। গোয়েন্দারা তৎপর আছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে, তবে মূলোৎপাটন করা যায়নি। গতকাল রোববার সচিবালয়ে আইন-শৃংখলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
গুজব প্রতিরোধে উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পদ্মা সেতু চায় না, তারাই এই সেতু নিয়ে বিভিন্ন গুজব রটাচ্ছে। এ পর্যন্ত গুজব ছড়ানোর অভিযোগে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে গুজবের পরিমাণ কমেছে। তিনি বলেন, গুজবের কারণে পদ্মা সেতু নির্মাণ মোটেই বিলম্ব হবে না। এটা হাস্যকর গুজব। যারা পদ্মা সেতু চায়নি তারা মনে করছেন এসব গুজব রটালেই মনে হয় পদ্মা সেতু বন্ধ হয়ে যাবে। নির্দিষ্ট শিডিউল অনুযায়ীই পদ্মা সেতু জনগণের জন্য খুলে দেয়া হবে।
এ ধরনের গুজব সউদী আরব থেকে রটানো হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি কোনো শক্তি আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটায় না। আমাদের দেশের কিছু দুস্কৃতিকারিই এটা করে। আমরা যখন তাদের চিহ্নিত করি তখন তারা বিভিন্ন কৌশলে দেশ ত্যাগ করে। তারা বিদেশে গিয়েও এ ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের আইনের আওতায় আনার জন্যও দেশে নিয়ে আসছি। যেখানেই তারা অবস্থান করুক তাদের চিহ্নিত করে দেশে এনে আইনের আওতায় নিয়ে আসব। দেশের বিরুদ্ধে কাজ করতে কাউকে অ্যালাও করব না।
তিনি আরও বলেন, শোক দিবস উপলক্ষে সারাদেশে মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। তবারক বিতরণে বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে আমাদের নজর থাকবে। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আর পতাকা আইন বাস্তবায়নের দিকে নজর থাকবে।
মন্ত্রী বলেন, বন্যায় বেশিরভাগ রেল ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে এগুলো মেরামত করতে বলেছি। এ কারণে নদীপথে একটা চাপ থাকবে। চাপের কারণে দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য নৌ-পুলিশকে তৎপর থাকতে বলা হয়েছে।
প্রিয়া সাহার বক্তব্যকে কেন্দ্র করে দেশে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতে একটি গোষ্ঠী কাজ করছে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের যুগ যুগ ধরে সা¤প্রদায়িক স¤প্রীতি বিরাজমান। যারা সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে চায় তাদের এ তৎপরতা কাজে আসবে না। বাংলাদেশে সা¤প্রদায়িক স¤প্রীতি আছে, থাকবে। ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বে যারা থাকেন, তারা সব সময় সা¤প্রদায়িক স¤প্রীত বজায় রাখতে অবদান রেখেছেন। আগামীতেও তাদের অবদান রাখতে আহ্বান জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।