পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শ্রমিক নেতৃবৃন্দ বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্মরণকালের ভয়াবহতম অবনতি ঘটেছে। মালিক, ক্ষমতাবান ব্যক্তি, পুলিশ কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই সমাজে কিছুটা ক্ষমতাধর তারাই মানুষকে মেরে ফেলতে দ্বিধা করছেন না। তারা আবার গল্প সাজিয়ে হত্যার অপরাধ থেকে দায়মুক্তিও পেয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দ অবিলম্বে মালিবাগ পেট্রোল পাম্প সংলগ্ন ইজি ফ্যাশনস কারখানার মালিককে গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শ্রমিক সাঈদ হত্যাকাÐের দ্রæত বিচারের দাবি জানান।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বিক্ষোভ সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেৃতৃবন্দ এসব কথা বলেন। সমাবেশ থেকে অবিলম্বে ইজি ফ্যাশনস কারখানার মালিককে গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাÐে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন ও সাধারণ সম্পাদক জলি তালুকদার বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ইজি ফ্যাশনস কারখানার শ্রমিকরা তাদের সহকর্মী সাঈদকে গত ২৪ জুলাই দিবাগত রাত থেকে মালিক কর্তৃক নির্যাতন ও গতকাল ২৫ জুলাই বেলা ১২টার দিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ করে আসছিল। এসময় মালিক পক্ষের সাথে যোগসাজশে কেউ কেউ শ্রমিক সাঈদের বিরুদ্ধে কারখানার সামান্য কাপড় চুরি ও ‘গণপিটুনির’ মিথ্যা কাহিনী প্রচার শুরু করে। সমাবেশ থেকে হত্যাকাÐের প্রতিবাদে রাস্তায় নেমে আসা গার্মেন্ট শ্রমিকদের ওপর বর্বর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। এছাড়াও সমাবেশ থেকে আগামী ৪ আগস্টের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেসিকের সমান ঈদ বোনাস ও জুলাই মাসের মজুরিসহ সকল বকেয়া পরিশোধের দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।