Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের খোঁজে মানববন্ধনে তুবার কান্না

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

মানববন্ধনেও মায়ের কাছে যেতে বেকুল হয়ে উঠে চার বছরের শিশু তুবা। এ সময় শিশুটি মায়ের জন্য কান্নাকাটি করে এবং মাকে খুঁজে বেড়ায়। রেনুর হত্যাকারীদের সবাইকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকাস্থ রায়পুর উপজেলাবাসী। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন রেনুর দুই সন্তান মাহীর ও তুবাসহ পরিবারের অন্য সদস্যরা। তুবার কান্না দেখে উপস্থিত সকলের মন বেদনায় ভরে উঠে।

অন্যদিকে রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার আগে ‘ছেলেধরা’ গুজব রটনাকারী রিয়া বেগম ওরয়ে ময়না (২৭) ও প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার হৃদয় ও রিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তারা সেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তাদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রিয়াকে গ্রেফতার করে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভূলতা এলাকা থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তার ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন
রেনুর হত্যাকারীদের সবাইকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকাস্থ রায়পুর উপজেলাবাসী। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন রেনুর দুই সন্তান মাহীর ও তুবাসহ পরিবারের অন্য সদস্যরা। রেনুর চার বছরের মেয়ে তুবা মানববন্ধনেও মা’কে খুঁজে বেড়ায়। এখনো মা ফিরবে সেই আশা তার। তবে কয়েকদিনেও মা ফিরে না আসায় থামছে না তুবার কান্না।

তুবাকে সামলাতে গিয়ে ক্লান্ত রেনুর বোন নাজমা ও রেনুর ছেলের পঞ্চম শ্রেণির ছাত্র মাহির। মায়ের নির্মম মৃত্যুতে যেন বাকশক্তি হারিয়ে গেছে মাহিরের।
মানববন্ধনে রেনুর বোন নাজমা বলেন, তুবাকে শান্ত রাখা কঠিন হয়ে পড়েছে। সে বার বার মায়ের কাছে যাওয়ার জন্য বায়না ধরছে। মা না আসলে খাবে না বলেও কান্নাকাটি করছে। মা ছাড়া সে ঘুমাতেও চায় না। পরিবারের সবাই মিলেও তাকে শান্ত রাখতে পারছি না বলে মন্তব্য করেন নাজমা।

পরিবারের সদস্যদের দাবি, আর কোনো শিশু যেন আর এভাবে মাতৃহারা না হয়। রেনু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রকে তার সন্তানদের দায়িত্ব নেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। গুজবের কারণে আর যেন এধরণের ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃংখলা বাহিনীর কার্যকর পদক্ষেপ আশা বিবেকবান নাগরিকদের।



 

Show all comments
  • Sarwer Morshed ২৭ জুলাই, ২০১৯, ১:৫২ এএম says : 0
    মাসুম বাচ্চার কান্না!সত্যি মনে রক্তক্ষরণ হয়!আল্লাহ হেফাজত করুক!
    Total Reply(0) Reply
  • Anis Rahman ২৭ জুলাই, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    Allah tumi rohom koro
    Total Reply(0) Reply
  • Rofi Ahamod ২৭ জুলাই, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    এই ছোট একটি শিশু তার কান্না দেখে আমার যেন বুক ফেটে যাচ্ছে ।এই শিশুর ভবিষৎ কি ?
    Total Reply(0) Reply
  • Nazmul Sakib ২৭ জুলাই, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    আহারে কষ্ট!!!আল্লাহ আমাদের কে হেফাজত করো।
    Total Reply(0) Reply
  • মাহিন আদনান ২৭ জুলাই, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    কী বলব৷ আমার তো খারাপ লাগে৷ রাগ উঠে৷ কিন্তু বলবটা কি!!!
    Total Reply(0) Reply
  • Sordar Baker Sordar Baker ২৭ জুলাই, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    বিচারের জন্যে মানববন্ধন আর কোন দেশে আছে, বলতে পারেন কেউ,,,,?
    Total Reply(0) Reply
  • এম আরিফুর রহমান ২৭ জুলাই, ২০১৯, ১:৫৪ এএম says : 0
    নিস্পাপ শিশুর আকুতি হ্নদয়টা ভেঙে যায়।এই কষ্ট বাকি জীবন বহন করে চলবে।দোআ করি এদের প্রতি আল্লাহ পাক সহায় হোন।।।
    Total Reply(0) Reply
  • Masum Masum ২৭ জুলাই, ২০১৯, ১:৫৫ এএম says : 0
    হে আললাহ তুমিএই এতিমদের প্রতি রহম করো।
    Total Reply(0) Reply
  • Faridul Islam ২৭ জুলাই, ২০১৯, ১:৫৫ এএম says : 0
    যত বার বাচ্চার ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে ততবার চোখে পানি ধরে রাখতে পারিনা।
    Total Reply(0) Reply
  • Saiful Alom Nazrul ২৭ জুলাই, ২০১৯, ১:৫৫ এএম says : 0
    ইয়া আল্লাহ,এই অবুঝ শিশুদ্বয়কে তোমার নিজ থেকে ধৈর্য্য শক্তি দান করো,তাদের তোমার নিজ হেফাজতের বেষ্টনীতে রেখো।
    Total Reply(0) Reply
  • আরিফ ২৭ জুলাই, ২০১৯, ৮:৪০ এএম says : 0
    আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে হেফাজত করো আল্লাহ তুমি মাসুম শিশু থেকে হেফাজত করো আল্লাহ মানুষদের মন মানসিকতা ভালো করে দাও আল্লাহ তুমি বড় যারা রেনুকে মারছে তাদেরকে ধরো রেনুর দুই সন্তানকে রক্ষা করো আমিন আমিন সুম্মা আমীন
    Total Reply(0) Reply
  • শফিউর রহমান ২৭ জুলাই, ২০১৯, ১০:০৭ এএম says : 0
    হে মোহান আল্লাহ তুমি অবুজ শিশুটিকে রক্ষা কর । আমরা পাশন্ড হয়ে পরেছি আমাদেরকে হেদায়েত দান কর । যত দিন যাচ্ছে এদেশের মানুষ নামের জানোয়ার গুলো বেপরোয়া হয়ে উঠছে । সবে মিলে এদেরকে রুখতে হবে । আমরাতো এখন বরবর জাতিতে পরিনত হয়ে পরেছি । আল্লাহ আমাদের রক্ষা করুন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ